তিনটে নেট পর পর।
তিনটে নেটে চলছে তিন ধরনের প্রস্তুতি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এই তিন নেটেই চলছে বিরাট কোহালিদের হোমওয়ার্ক।
কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয়রা? বিসিসিআই টিভি-তে পোস্ট করা এক ভিডিওয় নিজেদের প্রস্তুতির পিছনের কাহিনি তুলে ধরেছেন লোকেশ রাহুল।
কোচ অনিল কুম্বলে প্রথমেই সাদা একটা বোর্ডে লিখে দেন টিমের ব্যাটিং অর্ডার। যে অনুযায়ী পর পর নেটে যান ভারতীয় ব্যাটসম্যানরা। পাশাপাশি তিনটে নেট থাকে এবং এক এক জনের জন্য নির্দিষ্ট থাকে এক একটা বিশেষ নেট। সেটা কী করে বাছা হয়? রাহুল বলছেন, ‘‘একটা নেট পেসারদের জন্য। দু’নম্বরটা স্পিনারদের। তৃতীয়টায় থাকেন আমাদের কোচেরা। এই তিন নম্বর নেটটায় বিশেষ অনুশীলন করান কোচেরা।’’
সেটা কী রকম? ভারতীয় ওপেনারের কথা থেকে জানা গিয়েছে, এই নেটটায় ব্যাটসম্যানরা বিশেষ বিশেষ শটের উপর জোর দেন। যেমন, কেউ শর্ট বলের মুখোমুখি হন। কেউ রিভার্স সুইং খেলেন, কেউ বা স্পিনটা সামলান। রাহুল বলছিলেন, ‘‘এটা সম্পূর্ণ ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কে কী রকম শট খেলবে, ব্যাটসম্যানরা নিজেরাই ঠিক করে। কেউ যদি সুইপ খেলতে চায়, তা হলে সে তা-ই করে।’’
আরও পড়ুন:রিভার্স পাবে না স্টার্করা
নেট স্পিনারদের খেলার সময় ব্যাটসম্যানদের মানসিকতা কেমন থাকে, সেটা বোঝা যায় রাহুলের কথায়। ‘‘আমরা চেষ্টা করি, ম্যাচ সিচুয়েশনটা মাথায় রেখে নেটে ব্যাট করার। আমি যখন নেটে ব্যাট করি স্পিনারদের বিরুদ্ধে, তখন ভেবে নিই উল্টো দিকে নাথন লায়ন এবং অশ্বিন বল করছে। আমি তখন সে ভাবেই খেলার চেষ্টা করি।’’
এর পর রাহুল চলে যাচ্ছেন তিন নম্বর নেটে। যেখানে তখন ব্যাট করছিলেন বিরাট কোহালি। কোচেদের সামনে। রাহানে বলছিলেন, ‘‘এই নেট অনুশীলনেই কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় ম্যাচটা কে জিতবে আর কে হারবে। প্রত্যেক ক্রিকেটার তাই এই নেট প্র্যাকটিস খুব গুরুত্ব দিয়ে করে।’’