বল পায়ে অপ্রতিরোধ্য মেসি।
লিওনেল মেসিকে থামাতে পারল না ইন্টার মিলান। যার খেসারত দিতে হল ইতালির ক্লাবটিকে। মিলানের চার জন ফুটবলারকে সম্মোহীত করে লুইস সুয়ারেজের জন্য গোলের গন্ধ মাখা পাস বাড়িয়েছিলেন ‘এলএম ১০’।
উরুগুয়ান তারকা গোল করতে ভুল করেননি। সুয়ারেজের সেই গোলটাই ম্যাচের ফলাফল গড়ে দিল। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ২-১ হারাল ইন্টার মিলানকে। চলতি মরসুমে শুরুটা ভাল হয়নি মেসির। চোটের কবলে ছিলেন। চোট সারিয়ে উঠে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে প্রথম নেমেছিলেন বার্সার মহাতারকা।
লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ফের একবার চোট পান মেসি। সেই ম্যাচে পুরো সময় তাঁকে মাঠে রাখেননি বার্সা কোচ ভালভার্দে। ইন্টার মিলানের বিরুদ্ধে ৯০ মিনিটই খেলেন মেসি। তাঁর পাসই পার্থক্য গড়ে দিল। মিলান অবশ্য খেলার ২ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল। বার্সেলোনা সমতা ফেরায় খেলার দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে ভিদালের বাড়ানো বল থেকে ভলিতে গোল করেন সুয়ারেজ।
আরও পড়ুন: রোহিত-ময়াঙ্কের ব্যাটে বিশাখাপত্তনমে ভাঙল যে সব রেকর্ড
আগাগোড়া বলের দখল রেখেছিল বার্সা। কিন্তু গোলটাই হচ্ছিল না। সেই গোলটিই এল খেলার ৮৪ মিনিটে। গ্রুপ এফ-এ বার্সা এখন দু’ নম্বরে। বরুসিয়া ডর্টমুন্ড এক নম্বরে।
আরও পড়ুন: ডাবল সেঞ্চুরি ময়াঙ্কের, রোহিতের ১৭৬, বিশাখাপত্তনমে রানের পাহাড়ে ভারত