Lionel Messi

Neymar On Messi: ইতিহাসে শ্রেষ্ঠ মেসি, বলে দিলেন নেমার

কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও বার্সেলোনায় মেসির প্রাক্তন এই সতীর্থ গণমাধ্যমে নিজের আবেগ উজাড় করে দিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ০৭:২৫
Share:

ফাইল চিত্র।

ফুটবলের ইতিহাসে লিয়োনেল মেসিই সেরা। তাঁর চেয়ে বড় আর কেউ নেই! এমন মন্তব্য ফুটবল সম্রাট পেলের দেশের এক ফুটবলারের। তিনি নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও বার্সেলোনায় মেসির প্রাক্তন এই সতীর্থ গণমাধ্যমে নিজের আবেগ উজাড় করে দিলেন।

Advertisement

প্যারিস সাঁ জারমাঁ তারকা নেমার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘‘কোপা ফাইনালে হারটা আমার কাছে চূড়ান্ত হৃদয়বিদারক।...এ জীবনে কখনও পরাজয় মেনে নিতে শিখিনি। তবু হারের পরেও আমার নিজের চোখে খেলতে দেখা বিশ্বের সব চেয়ে বড় আর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে আলিঙ্গন করতে যাই।’’

নেমার যোগ করেন , ‘‘মেসি আমার বন্ধু। ভাইও। প্রচণ্ড মন খারাপ নিয়েই ওকে বলি,‘তুমি আমার হারিয়ে দিলে। আজ হেরে কিছুই ভাল লাগছে না।’ আমি জানি মেসির মতো মানুষ হয় না। ওর প্রতি আমার অসীম শ্রদ্ধা। সেটা শুধু ফুটবলে ওর অবদানের জন্য নয়। আমার জন্য ও যা করেছে সেটাও তার একটা কারণ। ওকে আরও বললাম যে, আমি নিজে হারতে ঘৃণা করি। তবু এই ট্রফি জয় উপভোগ করো। ফুটবলই চেয়েছিল তোমাকে চ্যাম্পিয়ন দেখতে। অনেক অভিনন্দন ভাই।’’ কোপা জয়টা আর্জেন্টিনার ২৮ বছরে প্রথম বড় খেতাব। আর মেসি নিজে চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন। প্রত্যাশিত ভাবেই আর্জেন্টিনীয় কিংবদন্তি প্রতিযোগিতার সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। সেটা এ বারের কোপায় চারটি নিজে গোল করায় এবং পাঁচটি গোল করানোয়। এমনিতে মেসিরা রিয়ো দে জেনেইরো থেকে দেশের মাটিতে পা রেখেছেন। আপাতত ফুটবলপ্রেমীদের মধ্যে সব চেয়ে বড় আগ্রহের জায়গা, মেসি তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেন কি না। বার্সা প্রেসিডেন্ট খুয়ান লাপোর্তা অবশ্য মেসিকে ক্যাম্প ন্যুতে রেখে দেওয়ার ব্যাপারে এখনও একই রকম আত্মবিশ্বাসী। দাবি করেছেন চুক্তিপত্র তৈরি করার কাজও নাকি শেষের মুখে।

Advertisement

মেসি এই মুহূর্তে একজন মুক্ত ফুটবলার। তাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। প্রসঙ্গত গত মরসুমেই তিনি ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু চুক্তি সংক্রান্ত জটিলতা এড়াতে পুরনো ক্লাবেই থাকার সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement