ফ্লোরিডাতে বাড়ি কিনে রেখেছেন মেসি। ফাইল ছবি
লিয়োনেল মেসি কি তাহলে সত্যিই আমেরিকার মেজর লিগ সকারে খেলতে চলেছেন? আর্জেন্টাইন তারকাকে নিয়ে প্রকাশিত সাম্প্রতিক খবর অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।
স্পেনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি নাকি ইতিমধ্যেই ফ্লোরিডাতে একটি বাড়ি কিনে রেখেছেন। ভারতীয় মুদ্রায় যার দাম ৭২ কোটি টাকা। মেসির যোগ দেওয়ার সম্ভাবনা ইন্টার মিয়ামি ক্লাবে, যার মালিক আবার প্রাক্তন ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম।
দেড় বছর আগেই বিলাসবহুল পোরশে ডিজাইনের বহুতলে ফ্ল্যাট কিনে রেখেছেন মেসি। ২০১৪ সালে নির্মিত এই টাওয়ারে শুধু গাড়ি উপরে তোলার জন্য একটি আলাদা লিফট রয়েছে। মেসির এই ফ্ল্যাট থেকে ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব মেরেকেটে ২৫ মিনিট।
এই মরশুমের শুরুর আগেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছে প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছিলেন মেসি। পরে অবশ্য আইনি জটিলতা থাকায় সে সমস্যা মেটে। তবে আপাতত নাকি দু’বছর বার্সাতেই থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তার পরে পাড়ি দিতে চান আমেরিকায়।