লিয়োনেল মেসি

কোচ নয়, স্পোর্টিং ডিরেক্টর হতে চান মেসি

ফুটবল থেকে সরে গেলে কি কোনও ভাবে তাঁকে কোচ হিসেবে সাইডলাইনে দেখা যাবে? এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মেসি।

Advertisement

সংবাদ সংস্থা

বার্সেলোনা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২০:০৫
Share:

কোচ হতে না লিয়োনেল মেসি। ফাইল ছবি

কিছুদিন আগে লিয়োনেল মেসি নিজেই জানিয়েছিলেন, বয়স প্রভাব ফেলছে তাঁর খেলায়। আর কয়েক বছর পরে হয়তো তাঁকে ফুটবলার হিসেবে আর মাঠে দেখা যাবে না।

Advertisement

ফুটবল থেকে সরে গেলে কি কোনও ভাবে তাঁকে কোচ হিসেবে সাইডলাইনে দেখা যাবে? এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মেসি। জানালেন, কোচিংয়ে আসার কোনও ইচ্ছে তাঁর নেই। বরং তিনি ইচ্ছুক স্পোর্টিং ডিরেক্টরের মতো কোনও ভূমিকা নিতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা সেক্সতা’য় এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘আমি মোটেই ভবিষ্যতে নিজেকে কোচ হিসেবে দেখি না। বরজং কোনও ক্লাবে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যুক্ত হয়ে ফুটবলারদের তুলে আনতে চাই।’’

Advertisement

আরও খবর: আত্মতুষ্ট নন রয় কৃষ্ণরা, চেন্নাইয়িনকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চান হাবাস

আরও খবর: লোকে ব্যঙ্গ করে শিস দিলেও আমার ভাল লাগে, বললেন রোনাল্ডো

উল্লেখ্য, গত বছর এক সাক্ষাৎকারে কোচিংয়ে না আসার ইচ্ছের কথা জানিয়েছিলেন মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তবে ভবিষ্যতে কী হতে পারে সেটাও উড়িয়ে দেননি। কিন্তু মেসির নিজের বক্তব্যে সোজাসাপ্টা নিজের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement