মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার মার্টিন ক্রো। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে দূরারোগ্য ক্যানসার টার্মিনাল লিম্ফোমায় ভুগছিলেন তিনি। স্ত্রী লরেন্ট ডোয়েন্স ও তিন মেয়েকে রেখে গেলেন তিনি।
নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট টিমের হয়ে মোট ৭৭টি টেস্ট ও ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপের সময় নিজের সেরা ফর্মে ছিলেন তিনি। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপরীতে তাঁর ২৯৯ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। ১৯৯৬ সালে অবসর নেওয়ার পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
আগামী ১১ মার্চ, শুক্রবার অকল্যান্ডের ট্রিনিটি ক্যাথিড্রালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।