ক্রিকেটপ্রেমীদের মন জিতলেন চহাল। ছবি: এএফপি।
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই আবেগ আর স্নায়ুর চাপের মেলবন্ধন। এবং অবশ্যই বাইশ গজে পারস্পরিক বৈরিতার প্রতিফলন। বুধবার দুবাইয়ে এশিয়া কাপে যুজবেন্দ্র চহালের আচরণ রেষারেষির আবহকে পিছনে ফেলে দেখাল পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ছবি।
তখন ম্যাচের ৪২.৪ ওভার। ১৬২ রানে পড়ে গিয়েছে পাকিস্তানের নয় উইকেট। দেখা গেল, ১১ নম্বরে নামা উসমান খানের বাঁ পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন চহাল। আর এটাই মন জিতল ক্রিকেটপ্রেমীদের।
মুহূর্তে ভাইরাল হয়ে উঠল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হতে থাকে। কেউ লেখেন, “এটাই ক্রিকেটকে জেন্টলম্যানস গেম করে তুলেছে।” কেউ আবার লিখলেন, “খেলোয়াড়রাই এ ভাবে সীমানা ভাঙতে পারেন।”চলতি বছরে মহিলাদের এশিয়া কাপে ভারতের হরমনপ্রীত কৌরের জুতোর ফিতে বেঁধে দিয়েছিলেন পাকিস্তানের আনম আমিন। সেই প্রসঙ্গও তুলে ধরলেন কেউ কেউ।
আরও পড়ুন: কেদার যাদবের সাফল্যের গোপন রেসিপি জানেন?
রও পড়ুন: ১০ রানে আট উইকেট! বিশ্বরেকর্ড ঝাড়খণ্ডের নাদিমের
প্রসঙ্গত, বুধবার পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানকে ১৬২ রানে থামিয়ে দেন ভারতীয় বোলাররা। ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব নেন তিনটি করে উইকেট। চহাল কোনও উইকেট পাননি। জবাবে রোহিতের বিস্ফোরক ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। রান পান শিখর ধওয়নও। দুই ওপেনার ফেরার পর জয়ের লক্ষ্যে দলকে অনায়াসে পৌঁছে দেন অম্বাতি রায়ডু ও দীনেশ কার্তিক। জয় আসে ১২৬ বল বাকি থাকতে। রবিবার অবশ্য আবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)