Coronavirus

আতঙ্ক নয়, এ বার বার্তা লিয়েন্ডারের

সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ১৫৭ দেশে মারণ-ভাইরাসের থাবায় মৃতের সংখ্যা ৮,৮০৯।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ০৮:৪৯
Share:
আশ্বাস: করোনা নিয়ে লিয়েন্ডার সাহস দিচ্ছেন সকলকে। ফাইল চিত্র

আশ্বাস: করোনা নিয়ে লিয়েন্ডার সাহস দিচ্ছেন সকলকে। ফাইল চিত্র

কোনও আতঙ্ক সৃষ্টি নয়। মিথ্যে খবরের ফাঁদে পড়লেও চলবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ঠিক যা যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে। অতিমারি করোনাভাইরাস প্রতিরোধে এটাই পরামর্শ ভারতীয় টেনিসের কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজের।

Advertisement

সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ১৫৭ দেশে মারণ-ভাইরাসের থাবায় মৃতের সংখ্যা ৮,৮০৯। সংক্রমিত প্রায় ২২ হাজার মানুষ। আর ভারতে মারাত্মক এই সংক্রমণ বাসা বেঁধেছে ১৬৯ জনের শরীরে।এ হেন ভয়ঙ্কর পরিস্থিতিতে টুইটারে লিয়েন্ডার লিখেছেন, ‘‘এই মুহূর্তে আমরা কার্যত একটা যুদ্ধ করছি। এই যুদ্ধে আমাদের শত্রু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এমন একটা সময় আমাদের সবাইকে নিজের-নিজের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। যাতে একটা সুস্থ সমাজে আমরা সবাই কোনও না কোনও ভাবে অবদান রাখতে পারি।’’

লিয়েন্ডারের নিজের বয়স এখন ৪৬। তাঁর আশা, টোকিয়ো অলিম্পিক্সেও অংশ নেওয়ার। এই মুহূর্তে অবশ্য করোনাভাইরাস-ঘটিত ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েই তিনি বেশি ভাবছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement