তাঁর ঝুলিতে মোট ১৮টা গ্র্যান্ড স্ল্যাম। তিনিই সবচেয়ে বেশি বয়সী টেনিস খেলোয়াড় যিনি গ্র্যান্ড জিতেছেন। সাত বারের অলিম্পিয়ান তিনি। অথচ সেই ৪৩ বছরের চির সবুজ লিয়েন্ডার পেজের জন্য আলাদা কোনও ঘর বরাদ্দ করেনি অলিম্পিক কর্তৃপক্ষ।
অলিম্পিক ভিলেজের অব্যবস্থা নিয়ে প্রথম থেকেই রয়েছে নানা অভিযোগ। ঘরের অভাবে হোটেলে রাত কাটাচ্ছেন কোনও দেশের প্রতিযোগীরা, তো কোথাও আবার বাস্কেটবল খেলোয়াড়দের জন্য দেওয়া হয়েছে মাত্র ছ’ফুটের খাট। অব্যবস্থার শিকার ভারতীয় হকি দলও। যেখানে হকি দলের জন্য বরাদ্দ মাত্র চারটি চেয়ার। অবস্থা এতটাই খারাপ যে, নিজেদের জন্য নিজেরাই আসবাব বানিয়ে নিয়েছেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রা।
তবে লিয়েন্ডারের ক্ষেত্রে বিষয়টা ঠিক অতটা খারাপ নয়। অলিম্পিকে ভারতীয় পুরুষ দলের জন্য বরাদ্দ হয়েছে তিনটি ঘর। এর একটি দলের অধিনায়ক এবং কোচ জিশান আলির, এবং বাকি দু’টি রোহন বোপান্না এবং ফিজিওর।
আলাদা ঘর না পেয়ে অসন্তুষ্ট লিয়েন্ডার বলেন, “আমি দেশের হয়ে ছ’টা অলিম্পিক খেলেছি। কিন্তু আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হল না। আমি হতাশ।” লিয়েন্ডারের বক্তব্য সমর্থন করে জিশান বলেন, “লি-র জন্য আলাদা ঘরের ব্যবস্থা হয়নি এটা ঠিকই।”
কিন্তু তিনি তো রোহনের সঙ্গে ঘর ভাগ করে থাকতে পারেন। তবে কি তিনি তাঁর ডাবলস পার্টনারের সঙ্গে এক সঙ্গে থাকতে রাজি নন? সেই অভিযোগ উড়িয়ে জিশান বলেন, “এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। আমরা জানিয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার লি এসে পড়বে। কিন্তু আয়োজকরা ঘরের ব্যবস্থা করতে পারেননি। এটা ওঁদের ব্যর্থতা।”
আরও খবর- সাইনা-সানিয়া যেন উল্টো মেজাজে