অরুণলাল
ফের ২২ গজের লড়াই উপভোগ করতে চান। তাই রাজনীতির মঞ্চ থেকে দূরে। তবে বাংলার দাপুটে প্রাক্তন অধিনায়ককে নিয়ে রাজনৈতিক গুঞ্জন থামছে না। যদিও বঙ্গ কোচ অরুণলাল মনে করেন তাঁর প্রিয় লক্ষ্মী শুধুমাত্র ব্যাট-বলের যুদ্ধেই স্বচ্ছন্দ। কারণ, সেটাতেই লক্ষ্মী সপ্রতিভ। তাই বঙ্গ ক্রিকেটে ফিরতে চাইলে লক্ষ্মীকে স্বাগত জানানো উচিত। কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেনও তিনি।
আনন্দবাজার ডিজিটালকে অরুণলাল বলছেন, ‘‘লক্ষ্মীর যখন ১৬-১৭ বছর বয়স, তখন থেকে ওকে চিনি। ক্রিকেটের সেবা করার জন্যই ওর জন্ম হয়েছে। আর সেটা ও দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে করেছে। পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যায়।’’ কিন্তু রাজনীতিতে ইনিংস শুরু করবেন বলেই তো কয়েক মরসুম আগে হঠাৎ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। রাজনীতির আঙিনায় চিরাচরিত মেজাজে ‘স্টেপ আউট’ করতে পারেননি বলেই কি ফের ক্রিকেটে ফিরতে চাইছেন? লালজির জবাব, ‘‘আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তাই এই বিষয়ে আমার মতামত দেওয়া সম্ভব নয়। তবে রাজনীতিতে সাফল্য না পেয়ে, পুরোনো জগতে ফিরে যাওয়ার উদাহরণ অনেক আছে।’’
ক্রিকেটে ফিরলে কীভাবে তার সেবা করতে পারেন এলআরএস? অরুণলালের প্রতিক্রিয়া, ‘‘বাংলার হয়ে দাপুটে পারফরম্যান্স করার জন্য গোটা দেশে ওর আলাদা সুনাম আছে। ইতিমধ্যেই ধারাভাষ্যের কাজ করছে। গত কয়েক বছর সুনামের সঙ্গে অ্যাকাডেমি চালাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক জগতের ছোট্ট অভিজ্ঞতাকে ক্রিকেট কর্তা হিসেবেও কাজে লাগাতে পারে। তবে ক্রিকেটের কোন ভূমিকায় ও নিজেকে দেখতে চায়, সেটা সম্পূর্ণ লক্ষ্মীর ব্যক্তিগত ব্যাপার।’’
আরও পড়ুনঃ লক্ষ্মী কি ফিরবেন ময়দানে? শুরু হল কৌতূহল
লোঢা কমিটির সংস্কার অনুযায়ী, মন্ত্রী ও রাজনৈতিক নেতারা ক্রিকেট সংস্থায় জুড়তে পারবেন না। ময়দানে কান পাতলে অবশ্য নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। এই মুহুর্তে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। দুই সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও দেবব্রত দাস। আগামী সেপ্টেম্বর মাসে অভিষেকের মেয়াদ শেষ হবে। শোনা যাচ্ছে সেই চেয়ারে বসতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। সেক্ষেত্রে সচিবের ঘরে কী লক্ষ্মীর পা পড়বে? জবাবটা স্রেফ প্রাক্তন ডানহাতি অলরাউন্ডার দিতে পারবেন।
তবে অরুণলাল শেষে বললেন, ‘’২২ গজের যুদ্ধে ও লড়াকু অলরাউন্ডার ছিল। মাঠের বাইরেও লক্ষ্মী প্রকৃত অলরাউন্ডার। তাই ফের বঙ্গ ক্রিকেটে কামব্যাক করলে ওকে স্বাগত জানাব।’’
আরও পড়ুনঃ সব কথা প্রকাশ্যে বলা উচিত নয়, পদ ও মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে লক্ষ্মীরতন