শনিবার পুণেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছেন বিরাট কোহালি।কিন্তু পরাজিত নায়ক হয়েই থাকতে হল তাঁকে। তবে দলকে জেতাতে না পারলেও তাঁর শতরানের সঙ্গে জড়িয়ে থাকছে অনেক রেকর্ড। ছবি: এএফপি।
এর আগে বিশ্বের কোনও অধিনায়ক একদিনের ফরম্যাটে টানা তিন সেঞ্চুরি করেননি। সেদিক দিয়ে এটা কোহালির বিশ্বরেকর্ড। গুয়াহাটি, বিশাখাপত্তনম ও পুণেয় সিরিজের প্রথম তিন ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। ছবি: পিটিআই।
চলতি বছরে একদিনের ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি করে ফেললেন কোহালি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ভারতের রোহিত শর্মার রয়েছে চারটি করে সেঞ্চুরি। চলতি বছরে সবচেয়ে বেশি রানও (১১৫৩) করে ফেললেন তিনি। সবচেয়ে বেশি গড়ও (১৪৪) তাঁর।ছবি: পিটিআই।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিন একদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট কোহালি। কুমার সঙ্গাকারার দখলে এই রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে তিনি টানা চার ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।ছবি: পিটিআই।
ক্রিকেট ইতিহাসে একদিনের ফরম্যাটে এর আগে টানা তিন সেঞ্চুরি করেছিলেন জাহির আব্বাস, কুইন্টন ডি'কক, সইদ আনোয়ার, রস টেলর, হার্শেল গিবস, এবি ডি'ভিলিয়ার্স, কুমার সঙ্গাকারা। কোহালি হলেন অষ্টম ব্যাটসম্যান। ছবি: পিটিআই।
চলতি ক্যালেন্ডার বর্ষে একদিনের ক্রিকেটে মাত্র ১১ ইনিংসে হাজার রান করেছেন কোহালি। এক ক্যালেন্ডার বর্ষে যা দ্রুততম। তিনি টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে।ছবি: এএফপি।
এই সিরিজেই একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০০ রান করেছেন কোহালি। তিনি নিয়েছেন মাত্র ২০৫ ইনিংস। সচিন তেন্ডুলকর নিয়েছিলেন ২৫৯ ইনিংস। ২৯ বছর বয়সী ওয়ানডে কেরিয়ারের ১০ বছর ৬৮ দিনে পৌঁছেছেন দশ হাজার রানে। রাহুল দ্রাবিড়ের লেগেছিল ১০ বছর ৩১৭ দিন। ছবি: এএফপি।
চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে এখনই ২৩৬২ রান করে ফেলেছেন কোহালি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৩০০০ রান করতে তাঁর দরকার আর ৬৩৮রান। ছবি: পিটিআই।
ওয়ানডে কেরিয়ারে ৩৮ সেঞ্চুরি হয়ে গেল কোহালির। এর মধ্যে ৩২টিতে এসেছে জয়। একটি হয়েছে টাই। বাকিগুলোর ক্ষেত্রে শতরান করেও দলকে জেতাতে পারেননি তিনি। শনিবার যেমন একাই করেছেন ১০৭ রান। কিন্তু, বাকিরা সবাই মিলে করেন মাত্র ১২৭। সব ম্যাচ তাঁকেই জেতাতে হলে তো মুশকিল! ছবি: এএফপি।
ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে টানা চার সেঞ্চুরি করে ফেললেন বিরাট। গত বছর ২৯ অক্টোবর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পর চলতি সিরিজে টানা তিন সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। তিনিই এতে একমাত্র ভারতীয়। ভারতে টানা চার ম্যাচে শতরান করেছেন একমাত্র দক্ষিণ আফ্রিকার এবি ডি'ভিলিয়ার্স। ছবি:পিটিআই।
তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়ান়ডে ফরম্যাটে ৩১ সেঞ্চুরি করেছেন কোহালি। বাকি সাত সেঞ্চুরি এসেছে চার নম্বরে ব্যাট করতে গিয়ে। ১৫ সেঞ্চুরি এসেছে প্রথমে ব্যাট করে। ২৩ সেঞ্চুরি এসেছে রান তা়ড়া করতে গিয়ে। ছবি: পিটিআই