চ্যালেঞ্জ: নতুন পরীক্ষার সামনে লক্ষ্য সেন। ফাইল চিত্র
এশিয়া টিম ব্যাডমিন্টনে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। মেয়েদের দলের সেরা আকর্ষণ মালবিকা বনসোদ। শনিবার জাতীয় ব্যাডমিন্টন সংস্থা সেই খবর জানিয়েছে।
১৫-২০ ফেব্রিয়ারি মালয়েশিয়ার শাহ আলমে শুরু হবে এই প্রতিযোগিতা। সেই মঞ্চে নতুন তারকাদের নিয়েই ভারত অভিযান শুরু করবে। জাতীয় সংস্থা জানিয়েছে, চেন্নাই এবং হায়দরাবাদে সাম্প্রতিক প্রতিযোগিতার পারফরম্যান্সের নিরিখে এই দল নির্বাচন করা হবে। সংস্থার সচিব অজয় সিংহানিয়া বলেছেন, “ঘরোয়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করেই এই দল তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা এবং চোটের জন্য অনেক অভিজ্ঞ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। আমরা তাই নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার
সিদ্ধান্ত নিয়েছি।’’
তিনি আরও বলেছেন, ‘‘এতে ভারতীয় ব্যাডমিন্টন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিও স্পষ্ট হয়ে যাবে।” শেষবার ম্যানিলায় আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। করোনা অতিমারির কারণে মেয়েদের দল সেই প্রতিযোগিতায় অংশ নেয়নি। এ বারের পুরুষ দল খাতায়-কলমে অনেক
বেশি শক্তিশালী।
এই প্রতিযোগিতায় লক্ষ্য ছাড়াও সকলের নজর থাকবে ডাবলসে নতুন জুটি, কেরলের পিএস রবি কৃষ্ণ এবং উদয়কুমার শঙ্করপ্রসাদের উপরে। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে এই জুটি নজর কেড়েছিল সকলের। মেয়েদের ডাবলসে সাফল্যের সম্ভাবনা রয়েছে সিমরন সিংহ-খুশি গুপ্ত এবং আরতি সারা সুনীল-রিজ়া মাহরিন
জুটির উপরে।
এ দিকে, ওড়িশা ওপেন মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠেছেন স্মিত তোশনিওয়াল।