ছবি রয়টার্স
বার্সেলোনা ম্যানেজার কিকে সেতিয়েন জানিয়ে দিয়েছেন, লা লিগা নতুন করে শুরু হলে শনিবার মায়োরকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেনই লিয়োনেল মেসি। আর্জেন্টিনীয় কিংবদন্তির খেলা সংশয়মুক্ত করতে অনুশীলনে তাঁকে ট্যাকল করতেও অন্যদের নিষেধ করা হয়েছে। মাঝখানে কয়েক দিন মেসি দলের সঙ্গে অনুশীলন না করে একা সময় কাটান ক্লাবের জিমে। তখনই তাঁর প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। মেসি দ্রুত অনুশীলনে ফেরায় লা লিগা নিয়ে আগ্রহের পারদ চড়তে শুরু করে। যদিও বার্সেলোনার অন্দরমহলের পরিবেশ একেবারেই স্বস্তিদায়ক নয়। তারা বরখাস্ত করল নোয়েলিয়া রোমেরোকে। এই আধিকারিকের উপরেই দায়িত্ব ছিল ক্লাবের কর্মীদের আচরণের উপরে নজর রাখা এবং কেউ চুক্তিভঙ্গ করছেন কি না জানানোর।
বার্সেলোনায় অন্দরমহলে অশান্তির আবহেই বৃহস্পতিবার শুরু হচ্ছে লা লিগা। প্রথম দিন মুখোমুখি হচ্ছে সেভিয়া ও রিয়াল বেতিস। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। মেসিরা প্রথম ম্যাচ খেলতে নামবেন মায়োরকার বিরুদ্ধে শনিবার (ভারতীয় সময় রাত দেড়টায় খেলা শুরু)। পাশাপাশি রবিবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এইবারের (ভারতীয় সময় রাত ১১টায় ম্যাচ শুরু হবে)।