পিকে যখন ড্রামবাদক। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস
ড্রামারের নির্দেশে পশ্চিম আফ্রিকার ‘জিমবে’ ড্রাম বাজাচ্ছিলেন ওঁরা। সেই অজিত আগরকর, দিব্যেন্দু বড়ুয়া, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বাচেন্দ্রি পালরা অনুষ্ঠানস্থল থেকেই স্লোগান তুললেন—লেটস রান ফর টিএসকে টোয়েন্টি ফাইভ কে। ফর আ সোশ্যাল কজ। গত বছর ভারতীয় অপেশাদার অ্যাথলিটদের নিয়ে শুরু হয়েছিল পঁচিশ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা। যা শহরবাসীর কাছে বেসরকারি ভাবে পরিচিত ‘কলকাতা ম্যারাথন’ নামেই। মঙ্গলবার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানালেন, দ্বিতীয় সংস্করণের এই প্রতিযোগিতা হবে ২০ ডিসেম্বর। পুরস্কারমূল্যও গত বছরের চেয়ে বেড়েছে। ২১.৫ লক্ষ থেকে তা বেড়ে হয়েছে ২২.৮ লক্ষ টাকা।
আয়োজকদের তরফে বিবেক সিংহ বলেন, ‘‘সামাজিক কারণে এই দৌড়ের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’’