বিজয়ী: রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পরে উল্লসিত ভারতীয় দল। ব্রিস্টলে। ছবি: এএফপি
টি-টোয়েন্টি সিরিজ ২-১ জয়। ইংল্যান্ড সফরের প্রথম পরীক্ষায় সফল ভাবেই পাশ করল বিরাট কোহালির দল।
ফুটবল বিশ্বকাপ ও উইম্বলডন চলার মাঝেই ভারতের এই পরীক্ষা যেন ঢাকা পড়ে যাচ্ছিল। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পরে বিশ্বকাপের ভরা বাজারেও হয়তো ভারতীয়দের ফের ক্রিকেটমুখী হয়ে উঠতে দেখা যাবে।
ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন, এই সিরিজে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চেষ্টা করবেন তিনি। সিরিজ জয়ের পরেও বিরাট জানালেন, তাঁর এই পরিকল্পনা বদলাচ্ছে না। বিরাট বলেছেন, ‘‘প্রত্যেকেই নিজেদের সুযোগ কাজে লাগাচ্ছে। আসন্ন সিরিজেও এ ভাবেই ব্যাটিং অর্ডারে ও বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।’’ বিরাটের মতে, তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের কাণ্ডারি তাঁদের বোলাররাই। ভারত অধিনায়ক বলছেন, ‘‘আমাদের বোলাররা অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। এক সময় মনে হয়েছিল ২২৫ থেকে ২৩০ রান করতে হবে আমাদের। কিন্তু হার্দিকের কৌশল আমাদের ম্যাচে ফিরিয়েছে। একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের দায়িত্ব পালন করেছে হার্দিক। অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটারদের থেকে এ রকম পারফরম্যান্সই আশা করি।’’
আরও পড়ুন: রো-হিটে বার্তা থাকল পুরো সিরিজের জন্য
অধিনায়কের মন কেড়েছে রোহিত শর্মার ইনিংসও। বিরাট বলছেন, ‘‘পিচে ব্যাটসম্যানেরা সুবিধা পাচ্ছিল। আমিও ব্যাট করে বেশ আনন্দ পাচ্ছিলাম। তবুও বলব, বিশেষ একটা ইনিংস খেলল রোহিত।’’ সিরিজ জয়ের পরে চ্যাম্পিয়নের ট্রফি হাতে টুইটারে সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করে কোহালি লেখেন, ‘‘প্রতিভাবান সতীর্থদের সঙ্গে খেলার অনুভূতিটাই অপূর্ব। তার উপর সিরিজ জয়ের আনন্দ। এ বার বিজয়োৎসব করার পালা।’’
‘ম্যান অব দ্য ম্যাচ’ ও ‘ম্যান অব দ্য সিরিজ’ বাছা হয়েছেন রোহিত। ৫৬ বলে ১০০ রানের ঝোড়ো ইনিংস খেলে রোহিত বলেছেন, ‘‘আমার খেলার ধরনটাই এ রকম। শুরু থেকেই দেখেছি উইকেটে ব্যাটসম্যানেরা দাঁড়িয়ে থাকলেই সুবিধা পাচ্ছে। আমিও সেটাই করেছি।’’