দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ওয়ান ডে সিরিজ জয়ের পরে অভিনব ‘সেলফি ইন্টারভিউ’-য়ে দেখা গেল পোর্ট এলিজাবেথের নায়ক রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহালিকে। যেখানে মোবাইল ফোনের ক্যামেরার সামনে কথোপকথন চলল ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে পোস্ট করা সেই সাক্ষাৎকার...
রোহিত শর্মা: দারুণ জয়। ২৫ বছর পরে এ রকম একটা সিরিজ জয়! অভাবনীয়। ক্যাপ্টেন, কী রকম লাগছে ২৫ বছর পরে ইতিহাস তৈরি করতে?
বিরাট কোহালি: দুর্দান্ত একটা অনুভূতি। এই ম্যাচে অসাধারণ অবদান রাখল রোহিত। ২৫ বছর পরে এ রকম ইতিহাস সৃষ্টি করতে পারাটা দারুণ ব্যাপার। ড্রেসিংরুমে সবাই খুব গর্ব বোধ করছে। এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। টিম হিসেবে এই কাজটা আমরা ভীষণ ভাবে করে দেখাতে চেয়েছিলাম। তাই দারুণ ভাল লাগছে।
রোহিত: দক্ষিণ আফ্রিকায় কিন্তু এ ভাবে সিরিজ জেতা মোটেই সহজ কাজ নয়। আমরা সবাই সেটা জানতাম। আমার মনে হয়, পুরো সিরিজ ধরেই আমরা চাপটা খুব ভাল সামলেছি। তুমি কি আলাদা করে কোনও বিশেষ ব্যাপার নিয়ে কিছু বলবে? আমরা যেখানে ভাল করেছি বলে মনে হয়?
বিরাট: আমার মনে হয়, প্রতিটা ম্যাচেই কেউ না কেউ কোনও না কোনও অবদান রেখেছে। আমাদের তরুণ দুই স্পিনার দারুণ বল করল। ভুবি এবং বুমরা নিজেদের অভিজ্ঞতা যে ভাবে কাজে লাগাল...মিডল ওভারে এসে হার্দিকও দারুণ বল করে গেল। ব্যাটসম্যানদের কথাও বলতে হবে। যে সুযোগ পেয়েছে সে-ই কিছু না কিছু করেছে। এটাই এই সিরিজের বিশেষত্ব। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওদের বিরুদ্ধেই সিরিজে ৪-১ এগিয়ে থাকা কিন্তু খুব সোজা ব্যাপার নয়। আমরা এর আগে এখানে দু’বার খেলেছি। আমরা জানি ব্যাপারটা কতটা কঠিন। এই টিম কিন্তু অনেক দূর এসেছে। যার পিছনে রয়েছে পুরো টিম এবং ম্যানেজমেন্টের সম্মিলিত প্রচেষ্টা। যার জন্য আমরা গর্বিত।