হারল বাংলাদেশ

বাংলাদেশ ‘এ’ টিমের বিরুদ্ধে তিন দিনের ম্যাচ চার উইকেটে জিতে নিল রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক। বাঁ-হাতি অফ স্পিনার জগদীশ সুচিতের দৌলতে। ৬০ রানে ছ’উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ের মিডল ও লোয়ার অর্ডারকে ভাঙার কাজটা সুচিতই করলেন। ফলে বাংলাদেশ ‘এ’-র দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৩০৯ তুলে। জেতার জন্য করতে হত ১৮১। হাতে চার উইকেট থাকতে ৪০.৫ ওভারে সেটা স্বচ্ছন্দে করে ফেলল কর্নাটক।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৪
Share:

বাংলাদেশ ‘এ’ টিমের বিরুদ্ধে তিন দিনের ম্যাচ চার উইকেটে জিতে নিল রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক। বাঁ-হাতি অফ স্পিনার জগদীশ সুচিতের দৌলতে। ৬০ রানে ছ’উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ের মিডল ও লোয়ার অর্ডারকে ভাঙার কাজটা সুচিতই করলেন। ফলে বাংলাদেশ ‘এ’-র দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৩০৯ তুলে। জেতার জন্য করতে হত ১৮১। হাতে চার উইকেট থাকতে ৪০.৫ ওভারে সেটা স্বচ্ছন্দে করে ফেলল কর্নাটক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement