Cricket

আমাদের একটা ধোনি চাই, বলছেন আকমল 

আকমলের মতে, নিজেদের জায়গা ধরে রাখার জন্যই এখন খেলছেন পাকিস্তানের ক্যাপ্টেনরা। দল জিতল না হারল, তা নিয়ে কোনও মাথাব্যথাই নেই তাঁদের।

Advertisement

সংবাদ সংস্থা 

ইসলামাবাদ শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ১৯:৩০
Share:

ক্রিকেটবিশ্বের শ্রদ্ধা আদায় করে নিয়েছেন ধোনি। — ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির আকস্মিক অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত পাকিস্তানও। ঘোর কাটিয়ে ওয়াঘার ওপার থেকে ভারতের প্রাক্তন অধিনায়কের জন্য বর্ষিত হয়েছে আবেগ। শোয়েব আখতার, ইনজামাম উল হকরা ভারতের প্রাক্তন অধিনায়কের প্রশংসা করেছেন।

Advertisement

এ বার কামরান আকমল জানালেন, পাকিস্তানেরও দরকার ধোনির মতোই একজন ক্যাপ্টেন।পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে আকমল বলেছেন, ‘‘আমরা ইনজি ভাই, ইউনিস ভাইকে দেখেছি দলকে এগিয়ে নিয়ে যেতে। ভারতের হয়ে খেলার কথাই ছিল ধোনির। ও নিজে শুধু খেলেছে তা নয়, একটা দল হিসেবে ভারতকে গড়ে তুলেছিল। অনেককে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছে। যাদের প্রতিষ্ঠা করে দিয়েছে, তারা এখন বিশ্বের সেরা। আমাদের অধিনায়কদের মধ্যেও এমনই মানসিকতা থাকা দরকার।’’

আকমলের মতে, নিজেদের জায়গা ধরে রাখার জন্যই এখন খেলছেন পাকিস্তানের ক্যাপ্টেনরা। দল জিতল না হারল, তা নিয়ে কোনও মাথাব্যথাই নেই তাঁদের। আকমল বলছেন, ‘‘আমি চাই ধোনির মতো অধিনায়ক আসুক পাকিস্তানে।’’

Advertisement

আরও পড়ুন: ধোনিকে আবেগভরা চিঠি মোদীর, পাল্টা ধন্যবাদ মাহিরও

হঠাৎই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ফলে ধোনি পাননি কোনও ফেয়ারওয়েল ম্যাচ। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা চিন্তাভাবনা করছেন। প্রাক্তন ভারত অধিনায়কের নীরবে নিভৃতে সরে যাওয়া দেখে আকমল বলছেন, ‘‘ধোনির মতো একজন ক্রিকেটারকে এ ভাবে চলে যেতে দেওয়া যায় না। ওর ফেয়ারওয়েল ম্যাচ পাওয়াই উচিত। সচিন তেন্ডুলকর য়েভাবে মাঠ থেকে বিদায় নিয়েছিল, ধোনিরও সেভাবেই মাঠ ছাড়া উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement