গত তিন মরসুমে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল য়ুভেন্তাস। প্রথম পর্বে ২-০ এগিয়ে থাকার পরে তুরিনে দ্বিতীয় পর্বে গঞ্জালো হিগুয়াইনরা ২-১ হারাল মোনাকোকে। দু’পর্ব মিলিয়ে য়ুভেন্তাস জিতল ৪-১।
দু’বছর আগে ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যাওয়া ইতালির ঘরোয়া লিগ চ্যাম্পিয়নদের হয়ে মঙ্গলবার গোল করলেন মারিও মান্ডুকিচ এবং দানি আলভেজ। মোনাকো ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাকলেও য়ুভেন্তাসের রক্ষণ ভেদ করা সহজ ছিল না। তবু দ্বিতীয়ার্ধে তাদের হয়ে গোল করেন কিলিয়ান। সেটা অবশ্য হিগুয়াইনদের টুর্নামেন্টের ফাইনালে যাওয়া রুখতে যথেষ্ট ছিল না।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যাওয়াই নয়, মোনাকোকে দ্বিতীয় পর্বে হারিয়ে ইউরোপে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ল ইতালির বিশ্বখ্যাত ক্লাবটি। এ বার কার্ডিফে ৩ জুনের ফাইনালে তাদের সামনে পড়বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ, যারা পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের জোরে প্রথমার্ধে ৩-০ এগিয়ে আছে অথবা আতলেতিকো মাদ্রিদ।
আরও পড়ুন: দিদি আপকা রেকর্ড হুয়া, বলল সতীর্থ