এমএসএন নিয়ে সতর্ক য়ুভেন্তাস

দু’বছর আগের বার্লিন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও য়ুভেন্তাস। যে ম্যাচে ৩-১ জিতে স্প্যানিশ ত্রিমুকুট জয়ের স্বপ্নপূরণ করেছিল বার্সা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৪:০৫
Share:

দু’বছর আগের বার্লিন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও য়ুভেন্তাস। যে ম্যাচে ৩-১ জিতে স্প্যানিশ ত্রিমুকুট জয়ের স্বপ্নপূরণ করেছিল বার্সা।

Advertisement

এ বারও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে দেখা যাবে সেই প্রতিদ্বন্দ্বিতা। মুখোমুখি য়ুভেন্তাস ও বার্সেলোনা।

ম্যাচের আগে স্বপ্নের ফর্মে রয়েছে য়ুভেন্তাস। গোলের পর গোল করছেন গঞ্জালো হিগুয়াইন। রক্ষণে রয়েছেন জর্জিও কিয়েল্লিনি, দানি আলভেজের মতো স্তম্ভ। তাতেও মাঠে নামার আগে একটু হলেও সতর্ক য়ুভেন্তাস। কারণ সেই তিনটে শব্দ— এমএসএন। যাঁরা ইউরোপজুড়ে ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন।

Advertisement

বার্সা ফরোয়ার্ড লাইনের তিন রত্ন মেসি, সুয়ারেজ ও নেমার। যাঁরা নিমেষেই পাল্টে দিতে পারেন ম্যাচের ছবি। যাঁরা কঠিন সময়েও চোখ ধাঁধানো গোল করতে পারেন। প্যারিস সঁ জরমঁ-র বিরুদ্ধে প্রথম লেগে ০-৪ হেরেও যাঁরা অলৌকিক প্রত্যাবর্তনকে বাস্তবে পরিণত করেছিলেন।

ম্যাচের আগে তাই তো য়ুভেন্তাস ম্যানেজার মাসিমিলিয়ানো আলেগ্রি বলছেন, ‘‘কোনও দলে যদি নেমার, মেসি আর সুয়ারেজ থাকে তা হলে সব সময় সতর্ক থাকতে হয় বিপক্ষকে। বার্সার বিরুদ্ধে আমাদের রক্ষণকে মনঃসংযোগ রাখতে হবে।’’ বার্লিনের সেই ফাইনালে অসহায় মতো দেখতে হয়েছিল দলের আত্মসমর্পণ। হারের বদলা নিতে পারবে য়ুভেন্তাস? আলেগ্রি বলছেন, ‘‘বার্সা খুব বড় দল। ওদের সঙ্গে মাথা ঠান্ডা করে খেলতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement