প্রথমে শামির বলে কুকের উইকেট ছিটকে যাওয়া, আর তার পরে জয়ন্ত যাদবের বল স্টোকসের অফ স্টাম্পে লেগেও আউট না হওয়া। সব মিলিয়ে যেন নাটকের একেকটা দৃশ্য দেখছে বিশাখাপত্তনমে।
অশ্বিনদের দাপটে তখন বেশ খারাপ অবস্থা ইংল্যান্ডের। ৫ উইকেট হারিয়ে একেবারে ব্যাকফুটে। অশ্বিনের পাশাপাশি অভিষেক ম্যাচেই উইকেট নিয়ে তখন ফুটছে জয়ন্ত যাদবও। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বেয়ারস্টো-স্টোকস জুটি। ইনিংসের ৪০ তম ওভারে বল করতে এলেন জয়ন্ত যাদব। জয়ন্তর অফ ব্রেক বুঝতেই পারলেন না স্টোকস। ব্যাট টপকে বল লাগল গিয়ে অফ স্টাম্পে। নিজের দ্বিতীয় উইকেট পাওয়ার আনন্দে যখন প্রায় উত্সব শুরুই করে দিয়েছেন জয়ন্ত, তখনই খেয়াল করলেন, ঘটে গিয়েছে অভাবিত একটা বিষয়। বল স্টাম্পে লেগে বেল ছিটকে উপরে উঠে গিয়ে আবার বসে গিয়েছে স্টাম্পেই! বিস্মিত জয়ন্ত, বিস্মিত খোদ স্টোকসও। দ্বিতীয় জীবন ফিরে পেলেন যে! দিনের শেষে ১২ রানে অপরাজিত রয়েছেন স্টোকস।
আরও পড়ুন:
শামির বলে ভেঙে দু’টুকরো হল কুকের স্টাম্প