তাই জু-কে হারানো যায়, বলছেন সাইনা

গত রবিবার ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে তাইওয়ানের এই তাই জু-র কাছেই হারতে হয়েছিল সাইনাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০৪:০৩
Share:

সাইনা নেহওয়াল

বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের কাছে একের পর এক ম্যাচ হারতে হয়েছে তাঁদের দু’জনকে। পরিসংখ্যান বলছে, দশ ম্যাচের মধ্যে সাইনা নেহওয়াল হেরেছেন ন’টাতেই। আর এগারো বারের মধ্যে আট বার হারতে হয়েছে পি ভি সিন্ধুকে। কিন্তু তবু নিজেদের ওপর আস্থা রাখছেন অলিম্পিক্সে পদকজয়ী দুই ভারতীয় তারকা। সাইনা এবং সিন্ধু, দু’জনেই বলে দিচ্ছেন— তাই জু-কে অবশ্যই হারানো যায়।

Advertisement

গত রবিবার ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে তাইওয়ানের এই তাই জু-র কাছেই হারতে হয়েছিল সাইনাকে। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল সাইনা বলছেন, ‘‘গত বছর তাই জু ক’টা টুর্নামেন্ট জিতেছিল, সেটা একবার দেখুন। শুধু ভারতীয় খেলোয়াড়রাই ওর কাছে হারছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। তাই জু এখন বিশ্বের সেরা খেলোয়াড়। তবে তার মানে এই নয় যে আমরা ওকে হারাতে পারব না।’’

গত বছর পাঁচটা খেতাব জিতেছিলেন তাই জু। এ বছরেও তাঁর শুরুটা ভালই হয়েছে। তাইওয়ানের এই তারকাকে হারানোর উপায় কী? ‘‘ইন্দোনেশিয়ায় তাই জু কিন্তু মিশেল লি-র কাছে প্রায় হারতে বসেছিল। এটা মাথায় রেখে আমাদের একটা রাস্তা বার করতে হবে তাই জু-কে হারানোর,’’
বলেছেন সাইনা।

Advertisement

তাই জু-র আর এক প্রতিদ্বন্দ্বী, সিন্ধুও কিন্তু তাই জু-র বিরুদ্ধে খুব একটা সুবিধে করতে পারেননি। তাই জু প্রসঙ্গ উঠতেই সিন্ধু অবশ্য হেসে বলছেন, ‘‘কোনও সন্দেহ নেই তাই জু খুব ভাল খেলছে। যখন ওর বিরুদ্ধে হারের কথা বলছেন, তখন মাথায় রাখবেন, আমি ওকে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের খেলায় হারিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement