Sports News

এটাই হয়তো জীবনের সেরা ইনিংস: যুবরাজ

২০১৩তে শেষ ওয়ান ডে খেলেছিলেন। আবার ফিরেছেন ২০১৭তে। প্রথম ম্যাচে ব্যাটে রান না আসায় অল্প বিস্তর কানাঘুষোও শুরু হয়ে গিয়েছিল বিরাট কোহালির সিদ্ধান্ত নিয়ে। কিন্তু জবাব দিলেন পরের ম্যাচেই। ব্যাট হাতে ধোনির সঙ্গে দলের ইনিংসকে বাঁচালেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ২১:২২
Share:

সেঞ্চুরির পর যুবরাজ সিংহ। ছবি: রয়টার্স।

২০১৩তে শেষ ওয়ান ডে খেলেছিলেন। আবার ফিরেছেন ২০১৭তে। প্রথম ম্যাচে ব্যাটে রান না আসায় অল্প বিস্তর কানাঘুষোও শুরু হয়ে গিয়েছিল বিরাট কোহালির সিদ্ধান্ত নিয়ে। কিন্তু জবাব দিলেন পরের ম্যাচেই। ব্যাট হাতে ধোনির সঙ্গে দলের ইনিংসকে বাঁচালেন। ২৫রানে তিন উইকেট থেকে ২৪১/৪ করেন ধোনি-যুবি জুটি। আর তার পরই নিজের কামব্যাক ইনিংসকে সেরা ইনিংস হিসেবেই ব্যাখ্যা করেছেন যুবরাজ সিংহ। বলেন, ‘‘এটাই হয়তো আমার সেরা ইনিংস। আমি শেষ সেঞ্চুরি করেছি ২০১১ বিশ্বকাপে। আমি নিজের এই ইনিংসে দারুণ খুশি। আমরা একটা পার্টনারশিপ তৈরি করতে চাইছিলাম। আমি চেষ্টা করছিলাম নিজের স্বাভাবিক খেলাটা খেলতে বিশেষ ঝুঁকি না নিয়ে। ঘরোয়া ক্রিকেটে এবার ধারাবাহিকভাবে রান পেয়েছি। সেটাই কাজে লেগেছে।’’

Advertisement

আরও খবর: তেন্ডুলকরের পর ধোনি, ঘরের মাঠে রানের রেকর্ড

তবে এদিন যুবরাজ ভারতের ইনিংস শেষে জানিয়ে দিন তিনি ব্যাট করতে নামার আগে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে জানিয়ে দিয়েছিলেন তিনি বড় শট খেলবেন। বলেন, ‘‘আমি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কথা বলেছিলাম। ওকে জানিয়েছিলাম, আমি যে ভাবে ব্যাট করি সে ভাবেই বড় শটের জন্য যাব। সেটাই করেছি। উইকেট ১০ ওভারের পর থেকে আর সিমারদের জন্য ছিল না।’’ আবার দেখা গেল যুবি-ধোনি জুটিকে। ধোনির সঙ্গে ব্যাট করার জন্যও মুখিয়ে ছিলেন যুবরাজ। হাতে নাতে ফিরে পেলেন সেই ফেলে আসা দিন। ধোনিকে প্রশংসায় ভরিয়েও দিলেন তিনি। বলেন, ‘‘দেশের সেরা অধিনায়কদের মধ্যে ধোনি। যখন মাহি ক্যাপ্টেন ছিল না তখন মন খুলে ব্যাট করত। এদিন সেটা আবার দেখা গেল। আমরা যদি দ্রুত উইকেট তুলে নিতে পারি তা হলে জিতে যাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement