লাল-হলদকে গোলের মালা পড়াল পাশের রাজ্য ওডিশা। ছবি - টুইটার
চলতি আইএসএলের শেষ ম্যাচে লিগ তালিকার শেষে থাকা ওডিশা এফসির কাছে হেরে গেল ৯ নম্বরে থাকা এসসি ইস্টবেঙ্গল। জঘন্য রক্ষণ ও সুব্রত পালের একাধিক ভুলের খেসারত দিল লাল-হলুদ। শুধু হার নয়। আইএসএলের ইতিহাসে অনন্য নজির গড়ল এই ম্যাচ। সবচেয়ে বেশি ১১ গোল হল এই ম্যাচে।
খেলা শেষ- লাল-হলুদের বিরুদ্ধে ৬-৫ ব্যবধানে জিতে আইএসএল অভিযান শেষ করল ওডিশা।
৯৪ মিনিট - গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করলেন অ্যারণ আমাদি। ম্যাচে তাঁর দ্বিতীয় গোল হল। স্কোর লাইন ৬-৫।
৯০ মিনিট- ৬ মিনিটের অতিরিক্ত সময় দিলেন রেফারি।
৮৪ মিনিট- ব্যবধান বাড়িয়ে ক্রমশ জাঁকিয়ে বসেছে ওডিশা এফসি। শেষ ম্যাচেও লজ্জাজনকভাবে হারের মুখে দাঁড়িয়ে রবি ফাওলারের দল।
৭৪ মিনিট - রানা ঘরামির পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল করলেন 'মিজো স্নাইপার' জেজে। যদিও ৬-৪ ব্যবধানে পিছিয়ে রয়েছে লাল-হলুদ।
৬৯ মিনিট - অবিশ্বাস্য খেলা। ৬-৩ ব্যবধানে এগিয়ে দাপট দেখাচ্ছে ওডিশা। দিয়েগো মরিসিও গোল করে দলকে আরও এগিয়ে দিলেন।
৬৭ মিনিট - ফের গোল। এ বার গোল করে ওডিশাকে এগিয়ে দিলেন জেরি। ম্যাচের দ্বিতীয় গোল করলেন জেরি। স্কোর লাইন ৫-৩।
৬৬ মিনিট- ফের সমতা ফেরাল ওডিশা এফসি। ম্যাচে দ্বিতীয় গোল করলেন পউল। স্কোর লাইন ৪-৩।
৬০ মিনিট- শেষ ম্যাচে লড়ছে ফাওলারের দল। এ বার অ্যারণ আমাদির গোলে সমতা ফেরাল দল। মাটিতে ঘেসে যাওয়া শট মেরেছিলেন। ডান পোস্টে লেগে বল জালে ঢুকে গেল। স্কোর লাইন ৩-৩।
৫১ মিনিট - আবার গোল করল ওডিশা। এসসি ইস্টবেঙ্গলের খারাপ রক্ষণের নমুনা বজায় রয়েছে। এ বার দলকে এগিয়ে দিলেন জেরি। যদিও ওডিশার তৃতীয় গোলের ব্যাপারে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। স্কোর লাইন ৩-২।
৪৯ মিনিট - লাল-হলুদের জঘন্য রক্ষণের ভুলে ফের সমতা ফেরাল ওডিশা। গোল করলেন পউল। স্কোর লাইন ২-২।
প্রথমার্ধে ব্রাইট এনবাখারের বল নিয়ে অনবদ্য দৌড়। যদিও গোল হয়নি।
৪৫ মিনিট- প্রথমার্ধের শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গল।
৩৭ মিনিট- ওডিশা এফসি-র গোল রক্ষক রবি কুমারের আত্মঘাতী গোল। ২-১এ এগিয়ে গেল লাল-হলুদ।
৩৩ মিনিট- জুয়ালার গোলে সমতা ফেরাল ওডিশা এফসি।
২৪ মিনিট- গোল। অ্যাণ্টনি পিলকিনটনের একক দক্ষতার গোলে এগিয়ে গেল লাল-হলুদ।
১৮ মিনিট- ম্যাচ এখনও গোলশূন্য। একাধিক সেট পিস ও কর্নার পেলেও গোল করতে ব্যর্থ এসসি ইস্টবেঙ্গল।
দলে ৯টি বদল-গত নর্থ -ইস্ট ম্যাচ থেকে দলে ৯টি বদল আনলেন রবি ফাওলার! সেই ম্যাচ থেকে এই দলে জায়গা পেয়েছেন মাত্র ২ জন। গত ম্যাচে খেলা সার্থক গলুই ও অ্যারণ আমাদি এদিন ওডিশার বিরুদ্ধে মাঠে নামবেন।
ক্লাব বনাম বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ চলছেই। চূড়ান্ত চুক্তিপত্রে এখনও সই করেননি লাল-হলুদ কর্তারা। ভবিষ্যৎ অন্ধকার হলেও পরের মরসুমে ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট যুক্ত থাকলে আগামী মরসুমে নতুন কিছু ফুটবলার নিতে চান তবে সেটা। তিনি করতে পারবেন কিনা সেটা সময় বলবে। তবে ওডিশা এফসির বিরুদ্ধে জিতে মরসুম শেষ করতে চান রবি ফাওলার ও তাঁর এসসি ইস্টবেঙ্গল।