দুই স্প্যানিশ কোচের লড়াই আজ দিল্লিতে

দিল্লি ডায়নামোসের আজ খেলা এফসি পুণে সিটির সঙ্গে। আর গত বার যিনি দিল্লির কোচিং করেছিলেন সেই মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল এ বার দল বদলে চলে এসেছেন পুণেতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৫:১৩
Share:

পুরনো দলকে হারানোর ইচ্ছে কী সফল হবে পর্তুগালের?

মজার এক লড়াই বুধবার ইন্ডিয়ান সুপার লিগে।

Advertisement

দিল্লি ডায়নামোসের আজ খেলা এফসি পুণে সিটির সঙ্গে। আর গত বার যিনি দিল্লির কোচিং করেছিলেন সেই মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল এ বার দল বদলে চলে এসেছেন পুণেতে। পুরানো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে অবশ্য কোনও হুঙ্কার ছাড়েননি স্প্যানিশ কোচ। বলে দিয়েছেন, ‘‘যে কোনও কোচই সব সময় জিততেই চায়। দিল্লিতে ভাল সময় কাটিয়েছি। এ বার তাদের হারানোই হবে আমার লক্ষ্য।’’

কিন্তু পুরনো দলকে হারানোর ইচ্ছে কী সফল হবে পর্তুগালের? কারণ দিল্লির নতুন স্প্যানিশ কোচ যোশেফ গাম্বিউ রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ দিন বলে দিয়েছেন, ‘‘ঘরের মাঠে জিতে লিগ শুরু করতে চাই। প্রথম দিন থেকেই জেতার চ্যালেঞ্জ আমাদের।’’ গতবার লিগ টেবলে আটে ছিল দিল্লি। তাদের আসল শক্তি স্প্যানিশ মিডিও মার্কোস তেবের এবং এক ঝাঁক বঙ্গ সন্তান। যাঁদের মধ্যে অছেন প্রীতম কোটাল, নারায়ণ দাশ, রানা ঘরামির মতো ফুটবলার। সহকারী কোচও এক বঙ্গ সন্তান—মৃদুল বন্দ্যোপাধ্যায়। পুণে সিটিতেও ব্রাজিলিয়ান মার্সেলনহোর সঙ্গে রয়েছেন সার্থক গলুই, নিখিল পুজারি থেকে রবিন সিংহের মতো পরিচিত ফুটবলার। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। দেখার পুরনো দলের বিরুদ্ধে পর্তুগালের স্বপ্ন সফল হবে কী না?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement