Lionel Messi

ভয়ঙ্কর পোস্টার ছেপে মেসিকে আইএস হুমকি

ফুটবলকে কেন্দ্র করে আইএস-এর হুমকি এই প্রথম নয়। এর আগে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং চলতি বছর মহিলা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১৯:০৬
Share:

আইএস-র তরফ থেকে প্রকাশিত সেই ছবি। ছবি: টুইটার।

রাশিয়া বিশ্বকাপকে আগেই হুমকি দিয়ে রেখেছে আইএস (ইসলামিক স্টেট)। এ বার মেসিকে নিয়ে হুমকি পোস্টার ছাড়ল আইএস পন্থী প্রচারমাধ্যম ওয়াফা ফাউন্ডেশন। পোস্টারে গরাদবন্দি আর্জেন্তিনীয় তারকার কান্নায় ঝড়ে পড়ছে রক্ত। এবং তাতে লেখা, “তুমি (বা তোমরা) এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কোনও শব্দ নেই।”

Advertisement

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলকে নিশানা করে বহু দিন ধরেই একের পর এক পোস্টার ছাড়ছিল আইএস। এক হুমকি পোস্টারে লেখা হয়- ‘রাশিয়া বিশ্বকাপকে স্মরণীয় করতে’ ভিন্ন পরিকল্পনা আছে তাঁদের। এই সব পোস্টারকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে না আয়োজক দেশ রাশিয়া।

আরও পড়ুন: বরফ গলল, ফের দেখা করলেন সচিন-কাম্বলি

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের শহরে ভবিষ্যতের স্বপ্নে ভাস্কর, তনুময়রা

ইসলামিক স্টেটের প্রকাশ করা নতুন পোস্টারে দেখা যাচ্ছে জেলের মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন মেসি। কিন্তু সেই চোখ দিয়ে জলের পরিবর্তে বেরোচ্ছে রক্ত। এই পোস্টার সামনে এনেছে ‘থিঙ্কট্যাঙ্ক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। ' ফুটবলকে কেন্দ্র করে আইএসএর হুমকি এই প্রথম নয়। এর আগে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং চলতি বছর মহিলা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস। শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই শেষ হয় এই দুই টুর্নামেন্ট। & " " (_) তবে ২০১৫ সালের ১৩ নভেম্বরে প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। ম্যাচটা হচ্ছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে। একই সঙ্গে হামলা চলে প্যারিসের আরও পাঁচ জায়গায়। ছয় হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩৭ জন। জখম হয়েছিলেন বহু মানুষ।

ফুটবলকে কেন্দ্র করে আইএসএর হুমকি এই প্রথম নয়। এর আগে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং চলতি বছর মহিলা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস। শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই শেষ হয় এই দুই টুর্নামেন্ট।

তবে ২০১৫ সালের ১৩ নভেম্বরে প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। ম্যাচটা হচ্ছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে। একই সঙ্গে হামলা চলে প্যারিসের আরও পাঁচ জায়গায়। ছয় হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩৭ জন। জখম হয়েছিলেন বহু মানুষ।

ইসলামিক স্টেটের প্রকাশ করা নতুন পোস্টারে দেখা যাচ্ছে জেলের মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন মেসি। কিন্তু সেই চোখ দিয়ে জলের পরিবর্তে বেরোচ্ছে রক্ত। এই পোস্টার সামনে এনেছে ‘থিঙ্কট্যাঙ্ক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। ' ফুটবলকে কেন্দ্র করে আইএসএর হুমকি এই প্রথম নয়। এর আগে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং চলতি বছর মহিলা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস। শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই শেষ হয় এই দুই টুর্নামেন্ট। & " " (_)

ইসলামিক স্টেটের প্রকাশ করা নতুন পোস্টারে দেখা যাচ্ছে জেলের মধ্যে দাঁড়িয়ে কাঁদছেন মেসি। কিন্তু সেই চোখ দিয়ে জলের পরিবর্তে বেরোচ্ছে রক্ত। এই পোস্টার সামনে এনেছে ‘থিঙ্কট্যাঙ্ক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। ' ফুটবলকে কেন্দ্র করে আইএসএর হুমকি এই প্রথম নয়। এর আগে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং চলতি বছর মহিলা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস। শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই শেষ হয় এই দুই টুর্নামেন্ট। & " " (_) তবে ২০১৫ সালের ১৩ নভেম্বরে প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। ম্যাচটা হচ্ছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে। একই সঙ্গে হামলা চলে প্যারিসের আরও পাঁচ জায়গায়। ছয় হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩৭ জন। জখম হয়েছিলেন বহু মানুষ।

ফুটবলকে কেন্দ্র করে আইএসএর হুমকি এই প্রথম নয়। এর আগে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবং চলতি বছর মহিলা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএস। শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই শেষ হয় এই দুই টুর্নামেন্ট।

তবে ২০১৫ সালের ১৩ নভেম্বরে প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। ম্যাচটা হচ্ছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে। একই সঙ্গে হামলা চলে প্যারিসের আরও পাঁচ জায়গায়। ছয় হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩৭ জন। জখম হয়েছিলেন বহু মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement