ফাইনালে গ্যালারিতে ধোনিরা

সাত দিনের মধ্যে চূড়ান্ত পরীক্ষা ইশান্তদের

গুনে গুনে ঠিক সাত দিন। ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমারদের ফিটনেস কোন অবস্থায় দাঁড়িয়ে, তাঁদের পক্ষে বিশ্বকাপে নামা আদৌ সম্ভব হবে কি না, তা জানতে আর সাতটা দিনের নাকি এখন অপেক্ষা। পারথে ফোন করে জানা গেল, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে ইশান্তদের। যা কি না চূড়ান্ত ডেডলাইন। ৭ ফেব্রুয়ারি ফিটনেস পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। যেখানে বসতে হবে ইশান্ত, ভুবনেশ্বর এবং রবীন্দ্র জাডেজাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৩
Share:

গুনে গুনে ঠিক সাত দিন।

Advertisement

ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমারদের ফিটনেস কোন অবস্থায় দাঁড়িয়ে, তাঁদের পক্ষে বিশ্বকাপে নামা আদৌ সম্ভব হবে কি না, তা জানতে আর সাতটা দিনের নাকি এখন অপেক্ষা।

পারথে ফোন করে জানা গেল, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে ইশান্তদের। যা কি না চূড়ান্ত ডেডলাইন। ৭ ফেব্রুয়ারি ফিটনেস পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। যেখানে বসতে হবে ইশান্ত, ভুবনেশ্বর এবং রবীন্দ্র জাডেজাকে। শোনা গেল, ভারতীয় বোর্ড এই তিন ক্রিকেটারের চোটের অবস্থা নিয়েই বেশি উদ্বিগ্ন। শনিবার ভারতীয় টিমের সঙ্গে থাকা কাউকে কাউকে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আর সময় দেওয়া যাবে না। দ্রুত চূড়ান্ত ফিটনেস টেস্টের ব্যবস্থা করতে হবে ইশান্তদের। সেখানে তাঁরা উতরোলে খেলতে হবে ৮ ফেব্রুয়ারির অস্ট্রেলিয়া-ভারত ওয়ার্ম আপ ম্যাচ। আর সেটা না পারলে তখন বিকল্প খোঁজার দিকে এগোতে হবে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে গত কাল ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের সকালে আচমকাই ইশান্ত টিম ম্যানেজমেন্টকে এসে জানান যে, তাঁর পক্ষে নামা সম্ভব হচ্ছে না। অথচ কিছুক্ষণ পর ইশান্ত টিমের সঙ্গে ওয়ার্ম আপ শুরু করে দেন। যা নিয়ে টিমের সঙ্গে জড়িত কেউ কেউ বেশ অখুশিই ছিলেন। এঁদের বোধগম্য হচ্ছিল না যে, ইশান্ত ২৬ জানুয়ারির ম্যাচে ছিলেন। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় বলটাও করতে হয়নি। তা হলে নতুন করে লাগল কখন? ইশান্তের হাঁটু নিয়ে সমস্যা তো চলছেই, ভুবনেশ্বরের গোড়ালি বা জাডেজার কাঁধ কোনওটাই এখনও সম্পূর্ণ সারেনি। এঁদের এটাও বক্তব্য, ধোনি আস্থা এখনও রাখছেন বলে ইশান্তদের এত কিছুর পরেও সময় দেওয়া হচ্ছে। না হলে হত না। সোজা বিকল্প খোঁজা হত।

ভারতীয় ক্রিকেটারদের এ দিন কোনও নির্দিষ্ট শিডিউল ছিল না। বরং প্রশাসনিক কাজকর্মের মধ্যে দিয়েই দিনটা গেল। যেমন, টিমের সঙ্গে থাকা ম্যানেজার তথা সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-কে বোর্ডের পক্ষ থেকে বলা হল, আপনাকে আরও থাকতে হবে। বিশ্বকাপে কে ম্যানেজার হিসেবে যাবেন, এখনও নিশ্চিত নয়। তাই সিএবি কোষাধ্যক্ষকে আপাতত ভারতের দু’টো ওয়ার্ম আপ ম্যাচ পর্যন্ত থাকতে বলা হয়েছে। আরও শোনা গেল, টুর্নামেন্ট শুরুর দিন সাতেক আগে ক্রিকেটের বাইরের যাবতীয় কাজকর্ম সেরে ফেলতে চাইছে টিম। যেমন, আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় ভারতীয় হাইকমিশনের ডিনারে যাচ্ছে টিম ইন্ডিয়া। পরের দিন আবার আইসিসি-র সঙ্গে বৈঠক আছে ধোনিদের। যেখানে বিশ্বকাপের ‘ডুজ অ্যান্ড ডোন্টস’ বলে দেওয়া হবে। রবিবার আবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। না খেললেও নিয়ম মেনে স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। তার পর দু’এক দিনের ছুটি সম্ভবত দেওয়া হবে টিমকে। আর ৩ ফেব্রুয়ারি থেকে টিমকে ঢুকিয়ে ফেলা হবে বিশ্বকাপ মোডে।

সবিস্তার দেখতে ক্লিক করুন...

আপাতত যার যাবতীয় আকর্ষণ টিমের তিন গুরুত্বপূর্ণ সদস্যের ফিটনেসকে ঘিরে। প্রথমে ঠিক ছিল, ত্রিদেশীয় সিরিজ শেষ হলেই দেশে ফেরত পাঠানো হবে মোহিত শর্মা এবং ধবল কুলকার্নিকে। সোমবারই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁদের এখনই ফেরানো হচ্ছে না। শোনা গেল, টিম ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এক ব্যক্তিত্ব নাকি রীতিমতো ক্ষুব্ধ ইশান্তদের চোট ঘিরে লাগাতার টালবাহানা নিয়ে। কেউ কেউ বললেন, তাঁকে নাকি বুঝিয়েসুঝিয়ে চূড়ান্ত ফিটনেস টেস্টের ব্যবস্থা করেছেন ধোনি। যার বিচারক হিসেবে শুধু টিম ফিজিও নীতিন পটেলই নন, টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও থাকবেন।

কামব্যাকেই হাফসেঞ্চুরি: হাফসেঞ্চুরি করে বাইশ গজে প্রত্যাবর্তন করলেন মাইকেল ক্লার্ক। সিডনি গ্রেড ক্রিকেট ম্যাচে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে গর্ডনের বিরুদ্ধে ৫১ করেন ক্লার্ক। হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে প্রায় তিন ঘণ্টার ইনিংসে দুটো বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারি মারেন তিনি। “খুব ভাল লাগছে মাঠে ফিরতে পেরে। তবে এখনও পুরোপুরি ছন্দে নেই আমি,” বলেন ক্লার্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement