বয়স মাত্র ২২ বছর। এর মধ্যেই ছুঁয়ে ফেলেছেন লাসিথ মালিঙ্গা, রশিদ খানকে। টি২০ ক্রিকেটে পরপর চার বলে চার উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার।
২০২০ সালে একদিনের ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক ঘটে ক্যাম্ফারের। আন্তর্জাতিক মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। একদিনের ক্রিকেটে এখনও অবধি ৮টি উইকেট নিয়েছেন ক্যাম্ফার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে সোমবার টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চার বলে চার উইকেট নেন ক্যাম্ফার। এর আগে আয়ারল্যান্ডের হয়ে মাত্র চারটি টি২০ ম্যাচ খেলেছিলেন তিনি।
তবে দিদিমা না থাকলে আয়ারল্যান্ডের হয়ে খেলাই হত না ক্যাম্ফারের। কেন?
ক্যাম্ফারের জন্ম হয় দক্ষিণ আফ্রিকায়। সেই দেশেই ক্রিকেট খেলা শিখেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছিলেন ক্যাম্ফার।
ক্যাম্ফারের দিদিমা ছিলেন আয়ারল্যান্ডের। তাঁর সূত্রেই আইরিশ পাসপোর্ট পান ক্যাম্ফার। নিজের দেশ ছেড়ে দিদিমার দেশের হয়ে খেলা শুরু করেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলেন আয়ারল্যান্ডের হয়ে। অলরাউন্ডার ক্যাম্ফার একদিনের ক্রিকেটে চারটি অর্ধশতরান করেছেন। তাঁর খেলা মন জয় করে নেয় আয়ারল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার কেভিন ও’ব্রায়ানের।
টি২০ ক্রিকেটে প্রথম বার চার বলে চার উইকেট নেন মালিঙ্গা। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে প্রথম এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। ২০১৯ সালে টি২০ ক্রিকেটে ফের চার বলে চার উইকেট নেন মালিঙ্গা।
আফগানিস্তানের রশিদ চার বলে চার উইকেট নেন ২০১৯ সালে। তার পর সোমবার ক্যাম্ফার ছুঁলেন সেই মাইলফলক।