IPL 2023

লিটন এসেছিলেন দেরিতে! তাঁর বদলে আসা নতুন বিদেশি কবে যোগ দেবেন নাইটদের দলে?

লিটন দাসের আসতে দেরি হয়েছিল। তাঁর পরিবর্তে দলে নেওয়া বিদেশি ক্রিকেটারেরও কি দলে যোগ দিতে দেরি হবে! কবে কেকেআর শিবিরে যোগ দিতে পারেন নতুন ক্রিকেটার?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১২:৫৮
Share:

এ বারের আইপিএলে ভাল ছন্দে নেই কেকেআর। প্লে-অফে ওঠার আশা প্রায় নেই নাইট রাইডার্সের। —ফাইল চিত্র

আইপিএলের নিলামে কেনার পরেও মরসুমের শুরু থেকে লিটন দাসকে পায়নি কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের হয়ে খেলার জন্য ৯ এপ্রিলের পরে কলকাতায় আসেন তিনি। ফলে কেকেআরের হয়ে প্রথম তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। পরে একটি মাত্র ম্যাচ খেলে দেশে ফিরে গিয়েছেন লিটন। তাঁর বদলে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার জনসন চার্লসকে দলে নিয়েছে কেকেআর। তিনি কবে যোগ দিতে পারেন? তাঁরও কি দেরি হবে?

Advertisement

এখন ওয়েস্ট ইন্ডিজ় কোনও সিরিজ় খেলছে না। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ সিরিজ় খেলেছে তারা। এর পরে তাদের সিরিজ় আবার ভারতের বিরুদ্ধে জুলাই মাসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পরে ভারত যাবে ওয়েস্ট ইন্ডিজ় সফরে। অর্থাৎ, এখন কোনও সিরিজ় না থাকায় ক্রিকেটারদের আইপিএলের দলে যোগ দিতে দেরি হওয়ার কথা নয়।

লিটনের অভাব কি মেটাতে পারবে কেকেআরের নতুন বিদেশি?

ফলাফল দেখুন

তবে বৃহস্পতিবার সকালেই চার্লসের যোগ দেওয়ার কথা জানিয়েছে কেকেআর। বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। এই ম্যাচে চার্লসকে পাওয়া যাবে না। কারণ, এত তাড়াতাড়ি এ দেশে আসা সম্ভব নয়। কলকাতার পরের ম্যাচ ৮ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে হবে সেই খেলা। তার আগেই শহরে চলে আসবেন চার্লস। কারণ, বৃহস্পতিবারের ম্যাচের পরে গ্রুপে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকবে কেকেআরের। সেই ম্যাচগুলিতে চার্লসকে দলে দরকার নাইটদের।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে এক দিনের ও টি-টোয়েন্টি দলে খেললেও মূলত টি-টোয়েন্টি ব্যাটার হিসাবেই পরিচিতি রয়েছে চার্লসের। ২০১১ সালে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। ক্রিস গেলের জুটি হিসাবে ওপেন করতে নেমেছিলেন চার্লস। এখনও পর্যন্ত মোট ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে শিরোনামে এসেছেন চলতি বছর ২৬ মার্চ। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩৯ বলে শতরান করেছেন তিনি। ৪৬ বলে ১১৮ রানের ইনিংসে ১০টি চার ও ১১টি ছক্কা মেরেছেন চার্লস। এর আগে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেছিলেন গেল। সেটিই ছিল রেকর্ড। সেই রেকর্ড ভেঙেছেন চার্লস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement