IPL 2022

IPL 2022: এ বারের আইপিএলে খেলবেন আর্চার? কী বললেন রোহিতদের দলের বোলার

প্রায় এক বছরের বেশি খেলার বাইরে রয়েছেন আর্চার। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ডিসেম্বরে দ্বিতীয় বারের জন্য কনুইয়ে অস্ত্রোপচার হয় তাঁর। তার ফলে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি ইংল্যান্ডের এই পেসার। তার পরেও আইপিএলের নিলামে তাঁর নাম ছিল। আগামী দু’মরসুমের জন্যই তাঁকে নথিভুক্ত করতে চেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৬:৫৪
Share:

কবে থেকে আইপিএলে খেলবেন আর্চার ফাইল চিত্র।

চোট থেকে সুস্থ হতে পারেননি জেনেও আইপিএলের নিলামে জোফ্রা আর্চারকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জানা গিয়েছিল, এ বারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু এখন তাঁর চোট কী রকম আছে? ফের কবে মাঠে নামতে পারবেন তিনি? এ সব প্রশ্নের জবাব দিলেন আর্চার নিজেই।

Advertisement

সম্প্রতি নিজের আইপিএল দলের সঙ্গে সাক্ষাৎকারে আর্চার বলেন, ‘‘আগামী বছর আমি আইপিএলে খেলতে পারব। তবে যে গতিতে আমরা ভেবেছিলাম তার থেকে দ্রুত সুস্থ হচ্ছি। তার পরেও আগামী মরসুমের আগে খেলতে পারব না। আমি কাউকে আশাহত করতে চাই না। তাই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের বলে দিতে চাই, এ বছর আমি খেলতে পারব না।’’

প্রায় এক বছরের বেশি খেলার বাইরে রয়েছেন আর্চার। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ডিসেম্বরে দ্বিতীয় বারের জন্য কনুইয়ে অস্ত্রোপচার হয় তাঁর। তার ফলে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি ইংল্যান্ডের এই পেসার। তার পরেও আইপিএলের নিলামে তাঁর নাম ছিল। আগামী দু’মরসুমের জন্যই তাঁকে নথিভুক্ত করতে চেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

চোটের কারণে নিলামে ক্রিকেটারদের মার্কি তালিকাতেও নাম ছিল না আর্চারের। শেষ দিকে তাঁর নাম ডাকা হয়। তবে দর কষাকষি করে ৮ কোটি টাকায় তাঁকে কেনে মুম্বই। এই মরসুমে আর্চার খেলতে না পারলেও তার বিকল্প পাবে না মুম্বই। কারণ তাঁর চোটের কথা জেনেই তাঁকে কেনা হয়েছে। মুম্বইয়ের মালিক আকাশ অম্বানীও জানান, পরের দু’বছরের কথা ভেবে তাঁরা আর্চারকে কিনেছেন। এ বার আর্চার নিজেই জানিয়ে দিলেন যে এই মরসুমে খেলতে পারবেন না তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement