কোহালি-বদ্রির দাপট। ছবি- এএফপি
কোহালির প্রত্যাবর্তন। আর তাঁর হাত ধরেই বিপক্ষ টিমের বিরাট পতন দেখা গেল শুক্রবার বেঙ্গালুরুতেই। কাঁধে চোট সারিয়ে এ বারের আইপিএলে তাঁর প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেললেন। মাত্র ৪৭ বলে ৬২ রান করে টিমকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে মোটামুটি ভদ্রস্থ স্কোরে (১৪২) নিয়ে যান তিনি।
আরও পড়ুন- বিগ ব্যাশের তাণ্ডবে তৈরি নারাইন নকশা
জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যারিবিয়ান বোলার স্যামুয়েল বদ্রির স্পিনে চোখে সরষে ফুল দেখছে রোহিত শর্মারা। এ বারে আইপিএলে প্রথম হ্যাটট্রিকটি করলেন তিনি। ৪ ওভার বলে করে ৪টি উইকেট নেন। মাত্র ৯ রান দিয়েছেন। পাঁচ উইকেট খুইয়ে মুম্বই ইন্ডিয়ান্স এখন অনেকটাই ব্যাকফুটে।
শুক্রবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দশ ওভারের মধ্যে এক উইকেটে হারালেও তেমন গতিতে রান তুলতে পারেনি কোহালিরা। ক্রিস গেইল ২৭ বল খেলে ২২ রান করেন। এবি ডি’ভিলিয়ার্স ২১ বলে করেন ১৯ রান। শুধুমাত্র বিরাট কোহালির ব্যাটিং গড় (১৩১.৯১) ছিল চোখে পড়ার মতো। মুম্বইয়ের মিচেল ম্যাক্লেনাগন ২টি এবং হার্দিক, কুণাল মিলে একটি করে উইকেট নেন।