বিরাট কোহলি। —ফাইল চিত্র।
আরও একটি আইপিএলে ব্যর্থ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বারেও ট্রফি জেতা হল না। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিলেও এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে বিদায় নিলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে আরসিবি গড়ল এক লজ্জার রেকর্ড।
প্লে-অফে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় সকলের উপরে বেঙ্গালুরুর নাম। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছে তারা। প্রতিযোগিতার জন্মলগ্ন থেকে খেলা চলা দলটি এই নিয়ে প্লে-অফে ১৬টি ম্যাচ খেলে ফেলল। তার মধ্যে হেরেছে ১০ বার। বেঙ্গালুরু ছাড়া প্লে-অফে আর কোনও দল এতগুলি ম্যাচ হারেনি।
লিগ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে নেট রানরেটে পিছনে ফেলে দেয় বেঙ্গালুরু। সেই জয়ের উপর সমর্থকেরা নতুন করে আশা দেখছিলেন দলকে নিয়ে। কিন্তু এ বারের আইপিএলে প্রথম আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে যাওয়া বেঙ্গালুরু প্লে-অফের প্রথম ম্যাচে হেরেই বিদায় নিল।
প্লে-অফে ম্যাচ হারার তালিকায় বেঙ্গালুরুর পরেই রয়েছে চেন্নাই। তারা ২৬টি ম্যাচের মধ্যে ন’টিতে হেরেছিল। তাদের চেয়ে বেশি প্লে-অফে ম্যাচ আর কোনও দল খেলেনি। দিল্লি ক্যাপিটালস ১১টি ম্যাচের মধ্যে ন’টিতে হেরেছিল। মুম্বই ইন্ডিয়ান্স ২০টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছিল। সানরাইজার্স হায়দরাবাদ ১২টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছিল।