পাঁচ ম্যাচে হারের পরে লিগ তালিকায় সবার শেষে মুম্বই। এখনও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার আশা থাকলেও সেই পথ খুব কঠিন। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মুম্বই। সেই ম্যাচ জিততেই হবে।
পর পর পাঁচ ম্যাচ হেরেছে মুম্বই ছবি: আইপিএল
পঞ্জাব কিংসের কাছে হারের পর এ বার বড় অঙ্কের জরিমানা হল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। মন্থর বোলিংয়ের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রোহিতকে। এর আগে দিল্লি ক্যাপিটাসলের বিরুদ্ধে সময়ে নিজেদের ২০ ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল মুম্বই অধিনায়কের। দ্বিতীয় বার একই অপরাধ হওয়ায় জরিমানা দ্বিগুণ হয়েছে। এর পরে ফের একই ঘটনা ঘটলে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে রোহিতকে।
শুধু রোহিত নন, মুম্বইয়ের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। আইপিএলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএলের নিয়মবিধি অনুযায়ী দ্বিতীয় বার মুম্বই ইন্ডিয়ান্স এই অপরাধ করল। তাই দলের অধিনায়ক রোহিতকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।’
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। পর পর পাঁচ ম্যাচে হারতে হয়েছে তাদের। বুধবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথমে ব্যাট করে ১৯৮ রান করে পঞ্জাব। জবাবে ১৮৬ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। ১২ রানে ম্যাচ হারে তারা।
পাঁচ ম্যাচে হারের পরে লিগ তালিকায় সবার শেষে মুম্বই। এখনও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার আশা থাকলেও সেই পথ খুব কঠিন। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মুম্বই। সেই ম্যাচ জিততেই হবে। হারলে এ বারের মতো আইপিএল অভিযান প্রায় শেষ হয়ে যাবে রোহিতদের।