লখনউয়ে ম্যাচের পরে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর বিবাদে জড়িয়েছেন। —ফাইল চিত্র
আইপিএলের মাঝে মাঠেই বিবাদে জড়িয়েছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। মাঠে তাঁদের এ ভাবে বিবাদে জড়ানোর সমালোচনা করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। কিন্তু রবি শাস্ত্রী মনে করেন, মাঠে একটু হলেও বিবাদ প্রয়োজন। নইলে খেলার মজাটাই চলে যায়।
একটি ক্রিকেট ওয়েবসাইটে শাস্ত্রী বলেছেন, ‘‘মাঠে একটু বিবাদ প্রয়োজন। তবেই তো খেলা জমবে। একটা টান টান লড়াই হবে। ক্রিকেট মাঠে উত্তাপ না ছড়ালে দর্শকেরাও মজা পাবেন না।’’
তা হলে কি কোহলি-গম্ভীর যা করেছেন তাকে সমর্থন করছেন শাস্ত্রী! না। শাস্ত্রীর মতে, সব কিছুর একটা সীমা থাকা দরকার। তিনি বলেছেন, ‘‘ক্রিকেটারদের বুঝতে হবে, কোথায় লাইন টানা দরকার। সব কিছুর একটা সীমা থাকে। আর সেটা দেখার জন্য মাঠে আম্পায়ার থাকে। অজস্র ক্যামেরা থাকে। কেউ ভুল করলে শাস্তি পেতেই হবে।’’
কোহলি বা গম্ভীরের মতো ক্রিকেটাররা বিবাদে জড়ালে তার খারাপ প্রভাব তরুণ ক্রিকেটারদের উপর পড়তে পারে বলে মনে করেছেন অনেকে। কিন্তু শাস্ত্রী মনে করেন, সেই বিষয়ে বাকিদের মাথা না ঘামালেও হবে। তিনি বলেছেন, ‘‘মাঠে যদি কোনও ক্রিকেটার খারাপ ভাষা ব্যবহার করে তা হলেও সে লুকিয়ে থাকতে পারবে না। সেটা ধরার জন্য ক্যামেরা রয়েছে। ক্রিকেটারদের সে কথা মাথায় থাকে। সেই কারণে নিশ্চয়ই তারা এমন কিছু করবে না যার প্রভাব তার কেরিয়ারে পড়তে পারে। যদি তার পরেও ক্রিকেটাররা কোনও ভুল করে তার শাস্তি পেতে হবে। বাকিদের মাথা ঘামানোর তো কিছু নেই।’’
আইপিএলে লখনউ-বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন প্রথমে লখনউয়ের নবীন উল হকের সঙ্গে বিবাদ হয় কোহলির। খেলা শেষে কোহলির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন নবীন। তার পরেই সেই বিবাদে ঢুকে পড়েন গম্ভীর। মাঠে দু’জনের বিবাদ থামাতে হিমশিম খান সতীর্থেরা। এই ঘটনার জন্য কোহলি ও গম্ভীর দু’জনেরই ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে বিসিসিআই।