IPL 2022

Mumbai Indians: নেটে ব্যাটিং শুরু সূর্যের, জয়ের খোঁজে মরিয়া রোহিতরা

আজ, পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ০৮:০০
Share:

অপেক্ষা: সূর্যের এই ছবি দেখতে চান মুম্বই ভক্তরা। ছবি: আইপিএল

পরপর দু’টো ম্যাচ হেরে চাপে পড়া মুম্বই ইন্ডিয়ান্সকে উদ্দীপিত করতে নেটে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকরকে।

Advertisement

আজ, পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের পরিসংখ্যানে হার-জিতের বিচারে মুম্বইয়ের থেকে অনেক পিছনে কেকেআর। এ বারের ছবিটা অন্য রকম। কেকেআর যেখানে তিনটে ম্যাচের দু’টোতে জিতেছে, মুম্বই হেরেছে দু’টোতেই। তার চেয়েও বড় কথা পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন আন্দ্রে রাসেল। যা যে কোনও প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপে এ রকম আগ্রাসী ভঙ্গিতে যিনি ব্যাট করতে পারেন, তাঁর নাম কায়রন পোলার্ড। অনুশীলনে পোলার্ডের সঙ্গে কথা বলতে দেখা যায় সচিনকে। যে ছবি গণমাধ্যমে তুলে দিয়েছে মুম্বই।

Advertisement

আরও একটা খবর মুম্বই সমর্থকদের মনে আশা জাগাবে। সেটা হল, অনুশীলনে ব্যাট হাতে সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তন। নেট প্র্যাক্টিসে অনেকটা সময় ব্যাট করতে দেখা গিয়েছে সূর্যকে। আঙুলের চোটের জন্য প্রথম দু’টো ম্যাচে খেলতে পারেননি সূর্য। যা মুম্বই ব্যাটিংকে দুর্বল করে দিয়েছে। তাঁর জায়গায় তিন নম্বরে নামা আনমোলপ্রীত সিংহ একেবারেই ছন্দে নেই। মুম্বই সমর্থকদের প্রার্থনা, কলকাতার বিরুদ্ধে যেন মাঠে ফিরতে পারেন সূর্য। তবে রোহিত শর্মা আগের ম্যাচে বলেছিলেন, সূর্যকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না তাঁরা।

দু’টো ম্যাচ হারলেও তারা যে চাপে নেই, সে কথা বলছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ রবিন সিংহ। কেকেআরের বিরুদ্ধে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে তারা। দলের টুইটারে তুলে দেওয়া ভিডিয়োয় রবিন বলেছেন, ‘‘আমাদের দলের মেজাজ খুব ভালই আছে। জেতার জন্য ঝাঁপাব আমরা। এই নিয়ে কোনও প্রশ্ন থাকারই কথা নয়। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামব।’’ রবিন এও বলেন, ‘‘আমাদের প্রস্তুতিও খুব ভাল হয়েছে। ছেলেরা সবাই বুঝে গিয়েছে, কার কী ভূমিকা। আমরা চেষ্টা করছি, মাঠে নেমে যেন সবাই সবার ভূমিকা ঠিক মতো পালন করতে পারে, সেটা দেখার।’’ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন তরুণ তিলক বর্মা। তাঁর হাফসেঞ্চুরিতে মুগ্ধ অনেক প্রাক্তন ক্রিকেটারই। ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং মুম্বই ব্যাটিং কোচ রবিন যেমন বলেছেন, ‘‘ঘরোয়া মরসুমে দারুণ ক্রিকেট খেলেছে ও। আত্মবিশ্বাসে টগবগ করছে। ওকে জুনিয়র হিসেবে দেখা হয় না। সেটা সম্ভবও নয়।’’

এ বারের নিলাম থেকে বিশাল অঙ্কের অর্থে সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকে দলে নিয়েছিল মুম্বই। কিন্তু প্রথম দু’টো ম্যাচে ব্যর্থ হয়েছেন ডেভিড। তবে তিনি মনে করেন, খুব তাড়াতাড়িই দল হিসেবে ভাল খেলতে শুরু করবে মুম্বই। রোহিতের নেতৃত্বে খেলা নিয়ে ডেভিডের মন্তব্য, ‘‘খুবই উপভোগ করছি ওর নেতৃত্বে খেলাটা। রোহিতের অধিনায়কত্বে সবে দু’টো ম্যাচ খেললাম। তাই এখন মানিয়ে নেওয়ার পালা চলছে। দলের বাকিদের সঙ্গেও মানিয়ে নিচ্ছি। আমি নিশ্চিত, দল হিসেবে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে মুম্বই।’’

ডেভিড জানিয়েছেন, ভারতীয় পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। অধিনায়ক রোহিত আর কোচ মাহেলা জয়বর্ধনের থেকে কী পরামর্শ পেয়েছেন তিনি? বিস্ফোরক এই ব্যাটার বলেছেন, ‘‘কী ভাবে আমার থেকে সেরা খেলাটা বার করে আনা যায়, তা নিয়ে কথা হয়েছে।’’ কোচ নিয়ে ডেভিডের মন্তব্য, ‘‘মাহেলার থেকেও খুব ভাল সাহায্য পাচ্ছি। কী ভাবে ভারতীয় পরিবেশে ভাল খেলা যায়, তা নিয়ে কথা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement