শাহবাজ়ের প্রথম বলে গুরবাজ়কে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। ছবি: আইপিএল
সব কাণ্ড দস্তানাকে ঘিরে। গ্লাভসে বল লাগায় যেমন আউট হলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা, সেই গ্লাভসই আবার বাঁচিয়ে দিল দলের ওপেনার রহমানুল্লা গুরবাজ়কে। সেটাও হল মাত্র ৬ বলের ব্যবধানে।
ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। সপ্তম ওভারের প্রথম বলে মাইকেল ব্রেসওয়েলের বলে রিভার্স সুইপ মারতে যান নীতীশ। খালি চোখে দেখে মনে হয়, বল তাঁর ব্যাট ও গ্লাভসের কাছে লেগে উপরে উঠেছে। ক্যাচ ধরেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। কিন্তু আম্পায়ার আউট দেননি।
আলোচনা করে রিভিউ নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। রিভিউতে দেখা যায়, বল নীতীশের ব্যাটে না লাগলেও গ্লাভসে লেগেছে। রিভিউ শেষে আম্পায়ার সিদ্ধান্ত বদলের আগেই মাঠ ছাড়েন নাইট অধিনায়ক।
পরের ওভারের প্রথম বলে আবার এক ছবি। এ বার বোলার শাহবাজ় আহমেদ। ব্যাটার গুরবাজ়। শাহবাজ়ের বল গুরবাজ়ের প্যাডের কাছে লাগে। আম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। রিভিউ নেন গুরবাজ়। দেখা যায়, বল তাঁর গ্লাভসে লেগেছে। ফলে সিদ্ধান্ত বদল করতে হয় আম্পায়ারকে। যে গ্লাভসের জন্য আউট হতে হল নীতীশকে সেই গ্লাভসই বাঁচিয়ে দিল গুরবাজ়কে।