Chennai Super Kings vs Mumbai Indians

উইকেটের পিছনে দাঁড়িয়ে রোহিতকে আউট করলেন ধোনি! মস্তিষ্কযুদ্ধে বর্তমানকে টেক্কা প্রাক্তনের

শনিবার চেন্নাই-মুম্বই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা। এক জন দেশের প্রাক্তন, আর এক জন দেশের বর্তমান অধিনায়ক। দু’জনের মস্তিষ্কযুদ্ধ চর্চার বিষয় ছিল। সেখানে জয় হল ধোনিরই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৮:০৩
Share:
dhoni and rohit

বুদ্ধির লড়াইয়ে ধোনি টেক্কা দিলেন রোহিতকে। ছবি: আইপিএল

শনিবার চেন্নাই-মুম্বই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা। এক জন দেশের প্রাক্তন, আর এক জন দেশের বর্তমান অধিনায়ক। দু’জনের মস্তিষ্কযুদ্ধ চর্চার বিষয় ছিল। সেখানে জয় হল ধোনিরই। মাথা খাটিয়ে রোহিতের উইকেট তুলে নিলেন তিনিই।

Advertisement

কী হয়েছে ম্যাচে?

আগে ব্যাট করতে নেমে তখন মুম্বই শুরুতেই দু’উইকেট হারিয়ে ধুঁকছে। রোহিত এ দিন ওপেন করেননি। নামেন তিনে। ক্যামেরন গ্রিন সাজঘরে ফেরার পর। তিনি থাকতে থাকতেই ফিরে যান ঈশান কিশন। দু’বল খেলে তখনও রোহিত খাতা খুলতে পারেননি।

Advertisement

তৃতীয় ওভারে বল করছিলেন দীপক চাহার। চতুর্থ বলে কোনও রান করতে পারেননি রোহিত। জোরে বোলার চাহারের বিরুদ্ধে হঠাৎই ধোনিকে দেখা যায় এগিয়ে আসতে। উইকেটের একদম সামনে চলে আসেন তিনি।

হঠাৎই এতে রোহিত একটু সাহসী হয়ে যান। চাহারের পরের বলে হাঁটু মুড়ে বসে ল্যাপ স্কুপ করতে যান তিনি। উদ্দেশ্য ছিল উইকেটকিপারের মাথার পিছন দিয়ে বল বাউন্ডারিতে পাঠানো। সে কাজে সফল হননি।

বল রোহিতের ব্যাটের ঠিকঠাক জায়গায় লাগেনি। কানায় লেগে উপরে উঠে যায়। গালি এবং পয়েন্টের মাঝামাঝি জায়গায় বল পড়ছিল। পয়েন্টে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাডেজা সহজেই সেই লোপ্পা ক্যাচ ধরে নেন। হতাশ হয়ে সাজঘরে ফেরেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement