IPL 2024

হায়দরাবাদকে হারিয়ে কোন পথে ফাইনালে উঠল কলকাতা?

আইপিএলের ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্কের বোলিংয়ে শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে দিল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ১৯:০১
Share:

ব্যাট হাতেও আত্মবিশ্বাসী কেকেআর। ছবি: বিসিসিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২২:৫০ key status

ফাইনালে কলকাতা

হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২২:২৮ key status

১০ ওভারে কেকেআর ১০৭/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (৩৮) এবং শ্রেয়স (১৪)।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২২:১৯ key status

৮ ওভারে কেকেআর ৮৫/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (২৬) এবং শ্রেয়স (৪)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২২:১২ key status

আউট নারাইন

নারাইনকে (২১) আউট করলেন কামিন্স। কেকেআর ৬৭/২।

Advertising
Advertising
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২২:০৭ key status

৬ ওভারে কেকেআর ৬৩/১

ব্যাট করছেন নারাইন (১৭) এবং বেঙ্কটেশ (১২)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২১:৫৫ key status

৪ ওভারে কেকেআর ৪৯/১

ব্যাট করছেন নারাইন (১২) এবং বেঙ্কটেশ (৪)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২১:৫২ key status

আউট গুরবাজ়

গুরবাজ়কে (২৩) আউট করলেন নটরাজন। কেকেআর ৪৪/১।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২১:৪৩ key status

২ ওভারে কেকেআর ২৬/০

ব্যাট করছেন গুরবাজ় (১২) এবং নারাইন (৯)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২১:৩৬ key status

১ ওভারে কেকেআর ৬/০

ব্যাট করছেন গুরবাজ় (৬) এবং নারাইন (শূন্য)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২১:১৮ key status

আউট কামিন্স

কামিন্সকে (৩০) আউট করলেন রাসেল। ১৯.৩ ওভারে হায়দরাবাদের ইনিংস শেষ হল ১৫৯ রানে।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২১:০৮ key status

১৮ ওভারে হায়দরাবাদ ১৪৪/৯

ব্যাট করছেন কামিন্স (১৯) এবং বৈশাখ (৩)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৫৯ key status

আউট ভুবনেশ্বর

ভুবনেশ্বরকে (শূন্য) আউট করলেন বরুণ। ১৬ ওভারে হায়দরাবাদ ১২৬/৯।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৫৩ key status

আউট সামাদ

সামাদকে (১৬) আউট করলেন হর্ষিত। হায়দরাবাদ ১২৫/৮।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৫০ key status

১৪ ওভারে হায়দরাবাদ ১২৩/৭

ব্যাট করছেন সামাদ (১৫) এবং কামিন্স (২)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৪৬ key status

আউট সনবীর

সনবীরকে (শূন্য) আউট করলেন নারাইন। হায়দরাবাদ ১২১/৭।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৪৪ key status

আউট রাহুল

রান আউট হলেন রাহুল (৫৫)। হায়দরাবাদ ১২১/৬।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৩৬ key status

১২ ওভারে হায়দরাবাদ ১১০/৫

ব্যাট করছেন রাহুল (৫৩) এবং সামাদ (৭)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:৩২ key status

আউট ক্লাসেন

ক্লাসেনকে (৩২) আউট করলেন বরুণ। হায়দরাবাদ ১০১/৫।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:২৭ key status

১০ ওভারে হায়দরাবাদ ৯২/৪

ব্যাট করছেন রাহুল (৪৫) এবং ক্লাসেন (৩০)।

শেষ আপডেট: ২১ মে ২০২৪ ২০:১৬ key status

৮ ওভারে হায়দরাবাদ ৬২/৪

ব্যাট করছেন রাহুল (৩৪) এবং ক্লাসেন (১১)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement