এ বারের আইপিএলে ভাল ছন্দে নেই কেকেআর। প্লে-অফে ওঠার আশা প্রায় নেই নাইট রাইডার্সের। —ফাইল চিত্র
এ বারের আইপিএলে খুব খারাপ ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই হারতে হয়েছে দলকে। তার মধ্যে এক টানা চারটি ম্যাচে হারও রয়েছে। এখনও দলের প্রথম একাদশ ঠিক হয়নি। প্রতি ম্যাচে বদল হচ্ছে। সমালোচনা হচ্ছে ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের। এই হারের জন্য এ বার বিসিসিআইকে দায়ী করলেন নাইট সিইও বেঙ্কি মাইসোর। তাঁর মতে, আইপিএলের নিয়মের জন্য পছন্দের ক্রিকেটারদের ধরে রাখতে পারেননি তাঁরা। সেই সব ক্রিকেটাররা অন্য দলের হয়ে ভাল খেলছেন।
মাইসোরের অভিযোগ, তাঁরা ৮-৯ জন ক্রিকেটারকে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু মাত্র চার জনকেই ধরে রাখতে পেরেছেন তাঁরা। মাইসোর বলেছেন, ‘‘আইপিএলের নিয়ম তো সবাই জানে। ২০২২ সালের নিলামে আমরা শুধুমাত্র চার জন ক্রিকেটারকেই ধরে রাখতে পারতাম। আমরা ৮-৯ জন ক্রিকেটারকে ধরে রাখতে চেয়েছিলাম। তাদের মধ্যে থেকে চার জনকে বাছতে খুব সমস্যা হয়েছিল। অনেক তর্কের পরে চার জনকে বেছেছিলাম আমরা।’’
সব দলেরই এই সমস্যা হয় বলে মনে করেন মাইসোর। তিনি বলেছেন, ‘‘আইপিএলের সব দলেরই এক সমস্যা হয়। শ্রেয়স আয়ার যেমন দিল্লিতে ছিল। এখন আমাদের দলে খেলে। আমি এ রকম অসংখ্য উদাহরণ দিতে পারি।’’
২০২২ সালের নিলামের আগে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও বেঙ্কটেশ আয়ারকে ধরে রেখেছিল কেকেআর। কেন এই চার জনকে ধরে রাখা হয়েছিল, তারও ব্যাখ্যা দিয়েছেন মাইসোর। তিনি বলেছেন, ‘‘বেঙ্কটেশ ও বরুণ আমাদের ২০২১ সালের ফাইনালে তুলেছিল। রাসেল বিশ্বের সেরা অলরাউন্ডার। নারাইনের বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। তাই ওদের ধরে রেখেছিলানম। সেই কারণেই শুভমনদের ছেড়ে দিতে হয়েছিল।’’