কেরন পোলার্ড। ছবি: পিটিআই।
খেলা ছিল মুম্বই বনাম কলকাতার। মু্ম্বইয়ের হয়ে ছ’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কেরন পোলার্ড। ১৭ রান করে আউট হন তিনি। ১৭ বলেই ১৭ রান করেন তিনি। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি পোলার্ডের সমালোচনা করে বলেন, পোলার্ড আসলে ম্যাচের শেষ ছয়, সাত ওভারই ব্যাট করার যোগ্য। যদিও মঞ্জরেকর এটা যেচে বলেছেন এমনটা নয়।
আরও খবর: এক বছরে তিনবার একই জায়গায় চোট ক্রিস লিনের
তাঁর সঙ্গী ধারাভাষ্যকারই তাঁকে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, পোলার্ডের ব্যাট করার জন্য সব থেকে ভাল পজিশন কোনটা। তখনই এটা বলেন সঞ্জয়। ম্যাচ শেষে এই কথা শুনে রীতিমতো ক্ষুব্ধ পোলার্ড টুইটারে একহাত নেন সঞ্জয় মঞ্জরেকরকে। সরাসরি প্রশ্ন করেন, তাঁর মুখ থেকে কি কখনই সদর্থক কথা আসে। পর পর দুটো টুইটে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।