শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।
আইপিএল শেষ। শ্রেয়স আয়ার আবার মুম্বইয়ের। তবু বাড়ি ফেরার পথে মুম্বই বিমানবন্দরে কেকেআর অধিনায়ককে শুনতে হল কলকাতার নামে জয়ধ্বনি। নিজের শহরের বাসিন্দাদের মুখে ‘আমি কেকেআর’ ধ্বনি শুনে উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি শ্রেয়সও।
পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়স। মুম্বইয়ের হয়ে ঘরোয় ক্রিকেট খেললেও আইপিএলের আড়াই মাস তিনি কলকাতার। চেন্নাইয়ে ফাইনাল খেলার পর সেখান থেকে চলে গিয়েছেন মুম্বই। বিমানবন্দরের বাইরে পা রাখতেই বহু মানুষ এগিয়ে এসে তাঁকে অভিনন্দন জানান আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। শ্রেয়সকেও হাসিখুশি দেখিয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সই, ছবি তোলার আবদার মিটিয়েছেন ভক্তদের। সে সময় এক জন ক্রিকেটপ্রেমী শ্রেয়সকে বলেন, ‘‘আমি কেকেআর।’’ শুনে হেসে ফেলেন শ্রেয়স। প্রত্যুত্তরে ধন্যবাদ জানান কেকেআর অধিনায়ক। মুম্বই বিমানবন্দরের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
সব মিলিয়ে অষ্টম অধিনায়ক হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়স। গৌতম গম্ভীরের পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে কেকেআরকে ট্রফি দিয়েছেন দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার।