আইপিএল-এর ঢাকে কাঠি পড়ে গেল। টস জিতে বল করার সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহালির অনুপস্থিতিতে বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছেন শেন ওয়াটসন। টস জিতে ওয়াটসন বলেন, ‘‘এই সপ্তাহেই নিজেদের তৈরি করে নেওয়ার সময়। আমাদের হাতে দারুণ দল রয়েছে। দলের পরীক্ষার সময় এটা। অনিকেত চৌধুরী তাইমাল মিলসের এই ম্যাচে অভিষেক হতে চলেছে।’’ হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘‘আমরা প্রথমে ব্যাট করব। কোনও চাপ নেই দলের উপর। গত বছর আমরা ভাল শুরু করতে পারিনি। কিন্তু আমরা চ্যাম্পিয়ন ছিলাম। পুরো দল নিজেদের সেরাটা দেওয়ার জন্য ফুটছে। রশিদ খান খেলবে।’’
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল একঝাঁক প্রাক্তনদের। কে নেই সেই তালিকায়। লক্ষ্মণ, সহবাগ, সচিন, সৌরভ সকলেই ধরা পড়লেন এক ফ্রেমে। সকলকেই সংবর্ধনা দেওয়া হল। মঞ্চে উঠে সকলেই তাঁদের বক্তব্য জানালেন। তেন্ডুলকর বলেন, ‘‘আইপিএল-এর সৌজন্যে ক্রিকেট সেখানে পৌঁছেছে যেখানকার মানুষ ক্রিকেট দেখতই না। ভাল ক্রিকেট ভাল মনে খেলা। যেটা সাধারণ মানুষ উপভোগ করে।’’ সহবাগ বলেন, ‘‘ক্রিকেট নিয়ে আমার মানসিকতা কখনও পরিবর্তন হয়নি। আমি সব সময়ই বলে হিট করেছি সে ওয়ান ডে হোক বা টেস্ট, টি২০। আমি আক্রমণাত্মক ক্রিকেটেই বিশ্বাসী।’’ লক্ষ্মণ বলেন, ‘‘ক্রিকেটকে মনোরঞ্জনের অংশ হিসেবে তুলে এনেছে। আমি একটা দারুণ আইপিএল দেখার অপেক্ষায়।’’
আইপিএল-এর ট্রফি নিয়ে মাঠে ঢোকেন বিরাট কোহালি ও ডেভিড ওয়ার্নার। কালা চশমার তালে মঞ্চ মাতালের বলিউডের অ্যামি জ্যাকসন।