IPL 2022

Harshal Patel: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের সেরা হর্ষল পটেল

হর্ষলের শিকার তালিকায় রয়েছেন মইন আলি, রবীন্দ্র জাডেজা এবং ডোয়েন প্রিটোরিয়াস। চেন্নাইয়ের এই তিন ব্যাটারই বদলে দিতে পারতেন ম্যাচের রং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ২৩:২৮
Share:

হর্ষল পটেল। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-চেন্নাই সুপার কিংস ম্যাচের সেরা ক্রিকেটার হলেন হর্ষল পটেল।

মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে অনবদ্য বোলিং করলেন হর্ষল। ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে নিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর শিকার তালিকায় রয়েছেন মইন আলি (২৭ বলে ৩৪), রবীন্দ্র জাডেজা (৫ বলে ৩) এবং ডোয়েন প্রিটোরিয়াস (৮ বলে ১৩)। চেন্নাইয়ের এই তিন ব্যাটারই বদলে দিতে পারতেন ম্যাচের রং। বেঙ্গালুরুর কাছ থেকে জয় ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু বেঙ্গালুরুর তরুণ জোরে বোলার সঠিক সময় বিপক্ষের তিনটি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করলেন।

Advertisement

নিজের পর পর তিন ওভারে চেন্নাইয়ের তিন ভরসাকে সাজঘরে পাঠিয়ে ধোনিদের জয়ের আশায় কার্যত জল ঢেলে দিলেন হর্ষল। দুরন্ত বোলিংয়ের জন্যই ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের সেরা ক্রিকেটার হলেন হর্ষল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement