KKR

শ্রেয়সের সিদ্ধান্ত, রাসেলের দাপট, কোন পথে জয় এল হায়দরাবাদের বিরুদ্ধে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৯:০৫
Share:

ছবি: আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২৩:২২ key status

৫৪ রানে জয় কলকাতার

হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট জয়। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২৩:০৫

ছয় উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ

উমেশ যাদব নিলেন মার্করামের উইকেট। রাসেল ফিরিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দরকে। 

Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২২:৪১ key status

কলকাতার স্পিনের জাদু

প্রথম অভিষেক শর্মাকে ফেরালেন বরুণ চক্রবর্তী। এর পর নিকোলাস পুরানের উইকেট নেন সুনীল নারাইন। ১৩ ওভারে হায়দরাবাদের স্কোর ৭৮/৪। জয়ের জন্য এখনও ১০০ রান প্রয়োজন তাদের।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২২:২১ key status

দুই উইকেট হারাল হায়দরাবাদ

প্রথমে রাসেল ফিরিয়ে দেন কেন উইলিয়ামসনকে। এর পর সাউদি নিলেন রাহুল ত্রিপাঠীর উইকেট। ৫৪ রানে দুই উইকেট হারাল হায়দরাবাদ। ক্রিজে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা। তাঁর সঙ্গে ব্যাট করছেন এডেন মার্করাম।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২১:২৫ key status

শেষ ওভারে রাসেল ঝড়

শেষ ওভারে তিনটি ছয় মারলেন রাসেল। ২০ রান উঠল সেই ওভারে। ১৭৮ রানের লক্ষ্য রাখল কলকাতা।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২১:১৭

আউট বিলিংস

২৯ বলে ৩৪ রান করে ফিরলেন বিলিংস।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:৫৩

১৫ ওভারে উঠল ১১৯ রান

পাঁচ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১১৯ রান তুলল কলকাতা। রাসেল এবং বিলিংসের ব্যাটে লড়াইয়ের রান খুঁজছে কলকাতা।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:৩৫ key status

আউট রিঙ্কু

এলবিডব্লিউ হলেন রিঙ্কু সিংহ। কিন্তু স্যাম বিলিংস রিভিউ চেয়েছিলেন। রিঙ্কু ব্যাট করছিলেন তাই তাঁকেই রিভিউ চাইতে হত। সেটা না হওয়ায় রিভিউয়ের সিদ্ধান্ত মানতে রাজি হলেন না আম্পায়ার। সাজঘরে ফিরলেন রিঙ্কু।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:২৯

১১ ওভারে ৮৯ রান

১১ ওভার শেষে কলকাতা তুলল ৮৯ রান। ৮ রানের প্রতি ওভার উঠলেও ইতিমধ্যেই চার উইকেট হারিয়েছে কলকাতা। ক্রিজে রয়েছেন স্যাম বিলিংস এবং রিঙ্কু সিংহ।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:২৭ key status

আউট শ্রেয়স

মাত্র ১৫ রান করে আউট শ্রেয়স। উইকেট নিলেন সেই উমরান। তিনটি উইকেট নিয়ে কলকাতাকে চাপে ফেলেদিলেন এই পেসার।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:১২ key status

এক ওভারে দুই উইকেট নিলেন উমরান

নীতীশ রানা এবং অজিঙ্ক রহাণেকে এক ওভারেই ফিরিয়ে দিলেন উমরান। ২৮ রান করেন রহাণে। ২৬ রানে আউট রানা। 

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৯:৫৪

৫ ওভারে উঠল ৩৮ রান

এক ওভারে ১৮ রান দিলেন টি নটরাজন। ৫ ওভারে ৩৮ রান তুলে নিল কলকাতা।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৯:৪২ key status

আউট বেঙ্কটেশ

প্রথম উইকেট হারাল কলকাতা। ১৭ রানে প্রথম উইকেট হারাল তারা।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৯:৪১

প্রথম একাদশে বদল

উমেশ যাদবকে ফেরানো হল প্রথম একাদশে। দলে ফিরলেন স্যাম বিলিংসও।

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৯:০৬ key status

টস জিতে ব্যাট করবে কলকাতা

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আয়ার। সাধারণত টস জিতলে বল করতেই দেখা যায় যে কোনও দলকে। শ্রেয়স অন্য পথ নিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement