ছবি: আইপিএল
হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট জয়। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা।
উমেশ যাদব নিলেন মার্করামের উইকেট। রাসেল ফিরিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দরকে।
প্রথম অভিষেক শর্মাকে ফেরালেন বরুণ চক্রবর্তী। এর পর নিকোলাস পুরানের উইকেট নেন সুনীল নারাইন। ১৩ ওভারে হায়দরাবাদের স্কোর ৭৮/৪। জয়ের জন্য এখনও ১০০ রান প্রয়োজন তাদের।
প্রথমে রাসেল ফিরিয়ে দেন কেন উইলিয়ামসনকে। এর পর সাউদি নিলেন রাহুল ত্রিপাঠীর উইকেট। ৫৪ রানে দুই উইকেট হারাল হায়দরাবাদ। ক্রিজে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা। তাঁর সঙ্গে ব্যাট করছেন এডেন মার্করাম।
শেষ ওভারে তিনটি ছয় মারলেন রাসেল। ২০ রান উঠল সেই ওভারে। ১৭৮ রানের লক্ষ্য রাখল কলকাতা।
পাঁচ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১১৯ রান তুলল কলকাতা। রাসেল এবং বিলিংসের ব্যাটে লড়াইয়ের রান খুঁজছে কলকাতা।
এলবিডব্লিউ হলেন রিঙ্কু সিংহ। কিন্তু স্যাম বিলিংস রিভিউ চেয়েছিলেন। রিঙ্কু ব্যাট করছিলেন তাই তাঁকেই রিভিউ চাইতে হত। সেটা না হওয়ায় রিভিউয়ের সিদ্ধান্ত মানতে রাজি হলেন না আম্পায়ার। সাজঘরে ফিরলেন রিঙ্কু।
১১ ওভার শেষে কলকাতা তুলল ৮৯ রান। ৮ রানের প্রতি ওভার উঠলেও ইতিমধ্যেই চার উইকেট হারিয়েছে কলকাতা। ক্রিজে রয়েছেন স্যাম বিলিংস এবং রিঙ্কু সিংহ।
মাত্র ১৫ রান করে আউট শ্রেয়স। উইকেট নিলেন সেই উমরান। তিনটি উইকেট নিয়ে কলকাতাকে চাপে ফেলেদিলেন এই পেসার।
নীতীশ রানা এবং অজিঙ্ক রহাণেকে এক ওভারেই ফিরিয়ে দিলেন উমরান। ২৮ রান করেন রহাণে। ২৬ রানে আউট রানা।
এক ওভারে ১৮ রান দিলেন টি নটরাজন। ৫ ওভারে ৩৮ রান তুলে নিল কলকাতা।
উমেশ যাদবকে ফেরানো হল প্রথম একাদশে। দলে ফিরলেন স্যাম বিলিংসও।