Ravindra Jadeja

Ravindra Jadeja: পর পর তিন হার, চেন্নাইকে ছন্দে ফেরাতে কী পরিকল্পনা অধিনায়ক জাডেজার

জাডেজা বলেছেন, ‘‘পাওয়ার প্লে-তে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি। ইনিংসের প্রথম বল থেকেই আমরা ছন্দ পাইনি। আমাদের একটা পথ খুঁজতে হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১২:২৩
Share:

টানা হারে হতাশ জাডেজা। ছবি: আইপিএল

তিন ম্যাচ খেলার পরেও জয়ের মুখ দেখেনি চেন্নাই সুপার কিংস। এত খারাপ শুরু আইপিএলে কখনও হয়নি চার বারের চ্যাম্পিয়নদের। অধিনায়ক রবীন্দ্র জাডেজা অবশ্য আশা করছেন, তাঁর দল শক্তিশালী হয়ে ফিরে আসবে।

পঞ্জাব কিংসের কাছে হারের জন্য দ্রুত উইকেট হারানোকেই দায়ী করছেন জাডেজা। বিশেষ করে পাওয়ার প্লে-র সময় দলের ব্যাটাররা উইকেট ছুড়ে দেওয়ায় খুশি নন চেন্নাই অধিনায়ক। রবিবার টস জেতার পর বোলিং নিয়েও গত বারের চ্যাম্পিয়নদের হার মেনে নিতে পারছেন না জাডেজা। জয়ের জন্য প্রয়োজনীয় ১৮১ রান তোলা অসম্ভব ছিল না বলেই মনে করেন তিনি।

Advertisement

ইনিংসের সাড়ে সাত ওভারেই চেন্নাইয়ের রান দাঁড়ায় ৫ উইকেটে ৩৬। ৫ উইকেটের মধ্যে ছিলেন চেন্নাই অধিনায়ক নিজেও। হারের পর জাডেজা বলেছেন, ‘‘পাওয়ার প্লে-তে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি। ইনিংসের প্রথম বল থেকেই আমরা ছন্দ পাইনি। আমাদের একটা পথ খুঁজতে হবে। যে পথে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব।’’ তিনি আরও বলেছেন, ‘‘অবশ্যই আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কঠিন পরিশ্রম করব এবং শক্তিশালী ভাবে ফিরে আসব।’’

রুতুরাজ গায়কোয়াড়ের খারাপ ছন্দ নিয়েও চিন্তিত নন জাডেজা। চেন্নাই অধিনায়কের বিশ্বাস রুতুরাজ ছন্দে ফিরবেন। জানিয়েছেন, দল তাঁর পাশেই থাকবে। জাডেজা বলেছেন, ‘‘আমরা ওকে আত্মবিশ্বাস দিতে চাই। ওর পাশে থাকা দরকার আমাদের। আমরা সকলেই জানি ও দুর্দান্ত খেলোয়াড়। তাই আমরা নিশ্চিত ভাবেই ওর সঙ্গে রয়েছি। আমার বিশ্বাস দ্রুত চেনা ছন্দে দেখতে পাব ওকে।’’

Advertisement

চেন্নাই অধিনায়কের মুখে শোনা গিয়েছে সতীর্থদের প্রশংসাও। পঞ্জাবের বিরুদ্ধে শিবম দুবের ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসা করে জাডেজা বলেছেন, ‘‘শিবম সত্যিই দারুণ ব্যাট করছে। ওকে মানসিক ভাবে ভাল জায়গায় রাখতে পারাই লক্ষ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement