শুভমন গিল। —ফাইল চিত্র।
আইপিএলে এর আগে কখনও গুজরাত টাইটান্সকে হারাতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। শুভমন গিলের নেতৃত্বে গুজরাত রবিবার হেরে গেল গেল লখনউয়ের বিরুদ্ধে। সেই হার সহ্য হচ্ছে না শুভমনের। নতুন অধিনায়ক দলের ব্যাটিং বিভাগকে নিয়ে বিরক্ত। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন শুভমন।
রবিবার প্রথমে ব্যাট করে লখনউ ১৬৩ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে গুজরাত প্রথম ৬ ওভারে ৫৪ রান তুলে নিয়েছিল। তার পরেও হারতে হল শুভমনদের। দুই ওপেনার শুভমন এবং সাই সুদর্শন আউট হতেই গুজরাতের মিডল অর্ডার ভেঙে পড়ে। যা নিয়ে খুশি হতে পারেননি শুভমন। তিনি বলেন, “এই পিচে ব্যাট করা সহজ ছিল। আমরা ব্যাট করতে পারিনি। শুরুটা ভাল হয়েছিল, কিন্তু মাঝের ওভারে আমরা খেই হারিয়ে ফেললাম। ওই ধাক্কা আমরা সামলাতে পারিনি।”
পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হেরে গেল গুজরাত। লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে তারা। লখনউ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। ছ’পয়েন্ট পেয়েছে তারা। লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা।
সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। লিগ তালিকায় শীর্ষে ওঠার সুযোগ থাকছে নাইটদের সামনে। সোমবার জিতলেই লিগ শীর্ষে উঠে যাবে তারা। চতুর্থ স্থানে থাকা চেন্নাই যদি সোমবার জেতে তাহলে তিন নম্বরে উঠে আসার সুযোগ থাকবে মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে।