গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
প্রায় কখনই হাসতে দেখা যায় না গৌতম গম্ভীরকে। খেলার মাঠ বা বাইরে সাধারণত হাসতে দেখা যায় না গম্ভীরকে। এমনকি কোনও অনুষ্ঠানে গেলেও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকেন ‘গম্ভীর’ মুখেই। সেই গম্ভীরকে এক সাক্ষাৎকারে হাসতে দেখা গিয়েছে। রবিবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে কেকেআর। তার আগের দিনেই হাসি দেখা গেল ‘গম্ভীর’ মুখে।
কেকেআর মেন্টরকে হাসতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশ্ন কর্তা সাইরাস ব্রোয়াচা। তিনি বলেন, ‘‘আপনার হাসিটা খুব সুন্দর।’’ সাক্ষাৎকারের মাঝে হাসির প্রশংসা শুনে খুশি হন গম্ভীরও। তিনি পাল্টা বলেন, ‘‘সুন্দর! ধন্যবাদ। আমার স্ত্রীও কখনও এমন ভাবে বলেননি।’’ বেশি না হাসলেও গম্ভীর জানিয়েছেন, তিনি মোটেও সব সময় বিরক্ত থাকেন না। কেকেআর মেন্টর বলেছেন, ‘‘এক জনকে দেখে নানা রকম ধারণা করা তৈরি করা হয় তার সম্পর্কে। অথচ তার সম্পর্কে ঠিক মতো জানার চেষ্টা হয় না। এটা ঠিক নয়।’’
তিনি আরও বলেছেন, ‘‘আমাদের দেশে যদি কোনও কিছু পরিবর্তন কঠিন হয়, তা হলে সেটা ধারণা। আমি বলতে চাইছি, ধরুন, আমার সম্পর্কে এক জন কিছুই জানেন না। তাঁরও আমার সম্পর্কে কিছু একটা ধারণা আছে। বুঝতে পারি না, কেন আমাকে মাঠে হাসতে হবে! কারণ মানুষ মাঠে আমার হাসি দেখতে আসেন না। তাঁরা আসেন কেকেআরের জয় দেখতে।’’
গম্ভীরের কাছে সাফল্যই আসল। তাঁর হাসা বা না-হাসায় কিছু যায়-আসে না। দল জিতলেই তিনি খুশি। এ বার কেকেআরের মেন্টরের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। গত দু’মরসুম তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর।