ড্রেসিংরুম থেকে দু’টো ব্যাট হাতে করে নামলেন বটে। কিন্তু দলের ট্রেনার আদ্রিয়ান লে রু-র সঙ্গে কথা বলে ড্রেসিংরুমে ফিরে গেলেন ক্রিস লিন। ব্যাপারটা কী? লেরু কি তখন তাঁকে ব্যাট করতে বারণ করলেন?
৯ এপ্রিল ওয়াংখেড়েতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধের হাড় সরে গিয়েছিল তাঁর। তার ২৩ দিন পর মঙ্গলবার মাঠে নামলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। তাই হয়তো এই সাবধানতা। শুরুতেই ব্যাট করা বারণ। প্রথমে মাঠে কিছুটা সময় কাটিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে তার পর ব্যাট ধরো। হালকা ফিল্ডিং প্র্যাকটিস, শারীরিক কসরৎ। এর মাঝে অনেকটা বিশ্রাম। এক আঙুলে বনবন করে ফুটবল ঘুরিয়ে অটোগ্রাফও বিলিয়ে সময় কাটিয়ে শেষে নেটে ঢুকলেন কুইন্সল্যান্ডার।
প্রথমে থ্রো ডাউন নিলেন। তার পর মূল নেটে স্থানীয় বোলারদের মুখোমুখি। শেষে বোলিং কোচ বালাজিও বল করেন তাঁকে। বাঁ কাঁধে স্ট্র্যাপ লাগানো সর্বক্ষণ। আধঘণ্টা ব্যাটিংয়ের পর তিনি স্বাভাবিক।
আরও পড়ুন: পাঁচ জয়ের ছন্দ নিয়ে ঝাঁপাতে চান স্মিথ
এ পর্যন্ত পড়ে আবার ভাববেন না যে, বুধবারই মাঠে নামছেন লিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তিনি এ দিন জানান, প্লে অফে খেলাই তাঁর লক্ষ্য। তার আগে লিগের শেষ দু’টোর মধ্যে একটা ম্যাচে খেলতে চান। বলেন, ‘‘কর্টিজেন ইঞ্জেকশন নিয়েছি। কাজে দিয়েছে। তার পর অনেকটা সুস্থ বোধ করছি।’’ তাঁকে মাঠে দেখেও সে রকমই মনে হল।
পুণের মতো দলের আগে নাইট শিবিরে যেন কেমন গা-ছাড়া ভাব। অনুশীলনে প্রথম দলের বেশিরভাগ ক্রিকেটারকেই দেখা গেল না। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে দিল্লিতে গৌতম গম্ভীর। বুধবার সকালে আসবেন। ২৪ ঘণ্টা পরে কঠিন ম্যাচ। আগের ম্যাচে হেরে সোমবার শহরে ফিরে বিশ্রামও পেয়েছেন সবাই। তবু কেন ঐচ্ছিক অনুশীলন, তার সদুত্তর নেই।
সোমবার বেন স্টোকসের ঝড় দেখার পর এখন তিনিই নাইট শিবিরে আলোচনার বিষয়। দলের ব্যাটসম্যান কলিন দে গ্র্যান্ডহোম বলছেন, ‘‘পরিকল্পনা অনুযায়ী বল ঠিক জায়গায় রেখে স্টোকসকে শুরুতেই আউট করে দিতে হবে। এটাই আমাদের প্ল্যান।’’
বাকিটা একই থাকছে। টস জিতলে রান তাড়া কর রে আর জেত রে।