পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে দিল কেকেআর

৬ উইকেটে পঞ্জাবকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল কেকেআর। কেকেআর-এর সামনে ১৩৯ রানের টার্গেট রেখেছিল কিংস একাদশ পঞ্জাব। ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১৯:৪২
Share:

৬ উইকেটে পঞ্জাবকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল কেকেআর। কেকেআর-এর সামনে ১৩৯ রানের টার্গেট রেখেছিল কিংস একাদশ পঞ্জাব। ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করে শন মার্শের হাফ সেঞ্চুরি ও কেকেআর বোলার আ্ন্দ্রে রাসেলের শেষ ওভারের সৌজন্যে ১৩৮ রানে পৌঁছে গেল পঞ্জাব। মার্শ করলেন ৪১ বলে ৫৬ রান। থাকলেন অপরাজিত। এছাড়া আর দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হলেন মুরলী বিজয়। তাঁর রান ২৬। ন’নম্বরে ব্যাট করতে নেমে ১২ রান করে অপরাজিত থাকলেন অ্যাবট। বাকিদের রান মোটামুটি এরকম, ৮, ৮,৬, ৪, ৯, ১, ১। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জোড়া উইকেট নিলেন মর্নি মর্কেল ও সুনীল নারিন। একটি করে উইকেট উমেশ যাদব, পীযুষ চাওলা ও ইউসুফ পঠান। জবাবে ব্যাট করতে এসে উথাপ্পার দুরন্ত ব্যাটিংয়েই জয়ের ভীত তৈরি হয়ে যায়। উল্টোদিকে ইনিংস ধরে রেখেছিলেন অদিনায়ক গম্ভীর। বাকি কাজটি করে গেলেন মনীশ পাণ্ডে, সাকিব আল হাসান, সূর্যকুমার যাবদ ও ইউয়ুফ পঠান। জয়ের রানটি বাউন্ডারি হাঁকিয়ে তুলে দিলেন সূর্যকুমার। ৪ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১৪১ রান করল কলকাতা।

Advertisement

• বাউন্ডারি মেরে কলকাতাকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব।

• ১৭ ওভারে কলকাতা ১৩৭/৪।

Advertisement

• ২০ বলে ৪ রান দরকার কলকাতার।

• অ্যাবটকে পাঠানের জোড়া বাউন্ডারি।

• ২৪ বলে ১৫ রান দরকার কলকাতার।

• ১৬ ওভারে কলকাতা ১২৪/৪।

• ব্যাট করতে এলে ইউসুফ পঠান।

• অক্ষর পটেলের বলে সন্দীপ শর্মাকে ক্যাচ দিয়ে আউট সাকিব। করলেন ১১ রান।

• আউট...

• বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই ক্যাচ তুলে দিলেন সাকিব।

• ১৫ ওভারে কলকাতা ১১৭/৩।

• সূর্যকুমার যাদবের বাউন্ডারি মোহিত শর্মাকে।

• ৩৩ বলে ২৬ রান দরকার কেকেআর-এর।

• এই ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নিলেন অক্ষর পটেল।

• ১৪ ওভারে কলকাতা ১১২/৩।

• ব্যাট করছেন সূর্যকুমার যাদব ও সাকিব আল হাসান।

• অক্ষর পটেলের বলে বোল্ড হলেন পাণ্ডে। করলেন মাত্র ১২ রান।

• আউট...

• ১৩ ওভারে কলকাতা ১১০/২।

• ৪৫ বলে ৩১ রান দরকার কেকেআর-এর। হাতে রয়েছে ৮ উইকেট।

• ১২ ওভারে কলকাতা ১০৭/২।

• মোহিত শর্মাকে পাণ্ডের বাউন্ডারি।

• ১১ ওভারে কলকাতা ৯৮/২।

• ব্যাট করতে এলেন সাকিব আল হাসান।

• সাহুর বলে ম্যাক্সওয়েলের দুরন্ত ক্যাচে প্যাভেলিয়নে ফিরতে হল গম্ভীরকে। করলেন ৩৪ রান।

• আউট...

• ১০ ওভারে কলকাতা ৯৩/১।

• ম্যাক্সওয়েলকে গম্ভীরের বাউন্ডারি।

• নট আউট গম্ভীর। তৃতীয় আম্পায়ার দেখে সিদ্ধান্ত দিলেন বল স্টাম্পে লাগার আগেই পৌঁছে গিয়েছিলেন গম্ভীর।

• ৯ ওভারে কলকাতা ৮৩/১।

• এই ওভারে এক উইকেট নিয়ে সাহু দিলে্ন মাত্র ৩ রান।

• ব্যাট করতে এলেন মনীশ পাণ্ডে।

• সাহুর বলে এলবিডব্লু হলেন উথাপ্পা। করলেন ৫৩ রান।

• আউট...

• ৮ ওভারে কলকাতা ৮০/০।

• ম্যাক্সওয়েলকে গম্ভীরের বাউন্ডারি।

• ৭ ওভারে কলকাতা ৭২/০।

• তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করে ফেললেন রবিন উথাপ্পা।

• ৬ ওভারে কলকাতা ৬৫/০।

• ৫ ওভারে কলকাতা ৫৫/০।

• এই ওভারে এল ১১ রান।

• মোহিত শর্মাকে উথাপ্পার জোড়া বাউন্ডারি।

• ৪ ওভারে কলকাতা ৪৪/০।

• অ্যাবটের ওভারে ১১ রান নিলেন গম্ভীর উথাপ্পা।

• ৩ ওভারে কলকাতা ৩৩/০।

• সন্দীপের ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে এই ওভার থেকে এল ১৩ রান।

• সন্দীপ শর্মাকে উথাপ্পার বাউন্ডারি।

• ২ ওভারে কলকাতা ২০/০।

• অ্যাবটকে উথাপ্পার বাউন্ডারি।

• বল করতে এসেছেন অ্যাবট।

• ১ ওভারে কলকাতা ১২/০।

• পরের বলেই আবার বাউন্ডারি। তবে এবার লেগ বাই।

• সন্দীপ শর্মার প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন উথাপ্পা।

• কেকেআর-এর ব্যাটিং শুরু।

• ২০ ওভারে পঞ্জাব ১৩৮/৮।

• আন্দ্রে রাসেলের একমাত্র ওভার থেকে এল ১৮ রান।

• আবার ওভার বাউন্ডারি মার্শের।

• শন মার্শের হাফ সেঞ্চুরি।

• রাসেলকে মার্শের ওভার বাউন্ডারি।

• শেষ ওভারে বল করতে এলেন রাসেল।

• ১৯ ওভারে পঞ্জাব ১২০/৮। এই ওভার থেকে এল ৫ রান।

• ব্যাট করতে এলেন কেইল অ্যাবট।

• উমেশ যাদবের ওভারে ১ রান করে রান আউট হলেন প্রদীপ সাহু।

• আউট...

• তাঁর সঙ্গে ব্যাট করতে এলেন প্রদীপ সাহু।

• ৪৬ রানে ব্যাট করছে শন মার্শ।

• ১৮ ওভারে পঞ্জাব ১১৫/৭।

• মর্নি মর্কেলের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট মোহিত শর্মা। করলেন মাত্র ১ রান।

• আউট...

• ব্যাট করতে এলেন মোহিত শর্মা।

• মর্কেলকে মার্শের বাউন্ডারি।

• ১৭ ওভারে পঞ্জাব ১০৮/৬।

• উমেশ যাদবের বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে আউট অক্ষর পটেল। করলেন ৯ রান।

• আউট...

• বল করতে এলেন উমেশ যাদব।

• ১৬ ওভারে পঞ্জাব ১০২/৫।

• ১০০ রান পঞ্জাবের।

• বল করছেন সাকিব।

• ব্যাট করতে এলেন অক্ষর পটেল।

• ১৫ ওভারে পঞ্জাব ৯৫/৫।

• নারিনের বলে চাওলাকে ক্যাচ দিয়ে আউট হলেন ম্যাক্সওয়েল। করলেন ৪ রান।

• আউট...

• নারিনকে মার্শের বাউন্ডারি।

• ১৪ ওভারে পঞ্জাব ৮৫/৪।

• বল হাতে ফিরলেন সাকিব। রাসেলকে এখনও ব্যবহার করেননি গৌতম গম্ভীর।

• শন মার্শের সঙ্গে ব্যাট করছেন গ্লেন ম্যাক্সওয়েল।

• ১৩ ওভারে পঞ্জাব ৭৮/৪।

• ইউসুফ পঠানের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট ডেভিড মিলার।

• আউট...

• ১২ ওভারে পঞ্জাব ৭২/৩।

• ওভারে শেষ বলে চাওলাকে বাউন্ডারি মেরে এই ওভারে ১০ রান তুলে নিল পঞ্জাব।

• চাওলাকে ডেভিড মিলারের বাউন্ডারি।

• এক উইকেটসহ এই ওভারে নারিন রান দিলেন ৬।

• ১১ ওভারে পঞ্জাব ৬০/৩।

• শন মার্শের সঙ্গে ব্যাট করতে ক্রিজে নামলেন ডেভিড মিলার।

• সুনীল নারিনের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট হলেন ঋদ্ধিমান সাহা। করলেন মাত্র ৮ রান।

• আউট...

• বল করছেন নারিন। তাঁর তৃতীয় ওভার বল করছেন তিনি।

• ১০ ওভারে পঞ্জাব ৫৬/২।

• চাওলার ওভার থেকে ৪ রান এল।

• টাইম আউট।

• ৯ ওভারে পঞ্জাব ৫২/২।

• নারিনের এই ওভারে এল মাত্র ৪ রান।

• ৮ ওভারে পঞ্জাব ৪৮/২।

• ঋদ্ধিমান সাহা ব্যাট করতে এলেন।

• চাওলার বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরলেন মুরলী বিজয়। করলেন ২৬ রান।

• আউট...

• পীযুষ চাওলা বল করতে এলেন।

• ৭ ওভারে পঞ্জাব ৪৪/১।

• নারিনের এই ওভারে এল মাত্র ৩ রান।

• ভাবা হয়েছিল মুরলী বিজয়ের পা হাওয়ায় রয়েছে। স্ট্যাম্প করেছিলেন উইকেটকিপার। কিন্তু রিভিউতে দেখা গেল মাটিতেই পা ছিল বিজয়ের।

• আউটের আবেদন খারিজ করলেন তৃতীয় আম্পায়ার।

• বল করতে এলেন সুনীল নারিন।

• ৬ ওভারে পঞ্জাব ৪১/১।

• মর্কেলকে বিজয়ের বাউন্ডারি।

• ৫ ওভারে পঞ্জাব ৩৫/১।

• এই ওভার থেকে এল ৯ রান।

• সাকিবকে মুরলী বিজয়ের বাউন্ডারি।

• বল করছেন সাকিব।

• ৪ ওভারে পঞ্জাব ২৬/১।

• এসেই মর্কেলকে বাউন্ডারি হাঁকালেন।

• ব্যাট করতে এলেন শন মার্শ।

• মর্কেলের বলে সাকিবকে ক্যাচ দিয়ে আউট হলেন মনন ভোরা। করলেন ৮ রান।

• আউট...

• বল হাতে চতুর্থ ওভারেই ফিরলেন মর্নি মর্কেল।

• ৩ ওভারে পঞ্জাব ১৭/০।

• সাকিবকে বিজয়ের বাউন্ডারি।

• তৃতীয় ওভারেই গম্ভীর নিয়ে এলেন সাকিব আল হাসানকে।

• ২ ওভারে পঞ্জাব ১১/০।

• উমেশ যাদব বল করছেন।

• মুরলী বিজয়ের ব্যাট থেকেই এল ৫ রান।

• ১ ওভারে পঞ্জাব ৫/০।

• মর্কেলকে মুরলী বিজয়ের বাউন্ডারি।

• কেকেআর-এর হয়ে বল হাতে শুরু করলেন মর্নি মর্কেল।

• পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমেছেন মুরলী বিজয় ও মনন ভোরা।

• খেলা শুরু।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গৌতম গম্ভীর। দুই দলেই কোনও পরিবর্তন করেননি অধিনায়করা। গত ম্যাচের দল নিয়েই এই ম্যাচে নেমেছে কেকেআর ও পঞ্জাব। লক্ষ্য উইনিং কম্বিনেশন ধরে রেখে জয় ধরে রাখা। আইপিএল-এ তৃতীয় জয়ের আশায় কলকাতা নাইট রাইডার্স। আজ সামনে কিংস একাদশ পঞ্জাব। মোহালিতে পঞ্জাবের ঘরের মাঠে নামার আগে আত্মবিশ্বাসী কেকেআর ব্রিগেডের কাছে বড় ধাক্কা হেস্টিংসের চোট হলেও সে নিয়ে আর ভাবতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে একটি জয় একটি হারের পর হায়দরাবাদে আবার জয়ে ফিরেছেন গৌতম গম্ভীররা। এমন অবস্থায় সেই জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর পুরো দল। উল্টোদিকে, জয়ের স্বাদ পেয়ে টগবগ করে ফুটছে পঞ্জাব। আজ কে করবে বাজিমাত এখন সেটাই দেখার অপেক্ষায়।

আরও খবর

নাইট শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন হেস্টিংস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement