পুণে ১৯৫/৩ (২০ ওভার)
গুজরাত ১৯৬/৭ (২০ ওভার)
শেষ বলে ৩ উইকেটে পুণেকে হারিয়ে জয় গুজরাতের
স্মিথের ব্যাট আর দিন্দার বলও বাঁচাতে পারল না পুণেকে। এই দুইয়ের দাপটে জয়ের কাছে পৌঁছেও পারল না পুণে। ঘরের মাঠে আর একটা ম্যাচ খেলারই সুযোগ পাবে পুণে সুপার জায়ান্টস। তাই সমর্থকদের জন্য জয় দিয়েই ঘর পরিবর্তন করতে চেয়েছিল পুণে।কিন্তু তেমনটা হল না। টস জিতে পুণেকে ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৯৫ রান তোলে পুণে। দুই ওপেনার অজিঙ্ক রাহানে ৫৩ ও সৌরভ তিওয়ারি ১ রান করে রান আউট হওয়ার পর পুণে ইনিংসের হাল ধরেন স্টিভেন স্মিথ। ব্র্যাভোর বলে বোল্ড হওয়ার আগে ৫৪ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এইঈ ইনিংস সাজানো ছিল ৫টি ওভার বাউন্ডারি ও ৮টি বাউন্ডারিতে। ৩০ রান করে অপরাজিত থাকে অধিনায়ক ধোনি।
জবাবে ব্যাট করতে এসে টান টান উত্তেজনার ম্যাচে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় রায়নার গুজরাত লায়ন্স। দুই ওপেনার ডোয়েন স্মিথ ও ব্রেন্ডন ম্যাকালাম শুরুটা ভালই করেছিলেন। ৩৭ বলে স্মিথ ৬৩ রান করে পেরেরার বলে বোল্ড হন ও ম্যাকালাম ৪৩ রান করে ভাটিয়ার বলে মর্কেলকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন। সুরেশ রায়না ও কার্তিক ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। ৩৩ রান করে আউট হন দীনেশ কার্তিক। তার পর রায়নার সঙ্গে ব্যাট করতে আসেন ব্র্যাভো। কিন্তু ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। দিন্দার বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জাদেজাকে রান আউট করে প্যাভেলিয়নে পাঠান ধোনি। শেষ ওভারে গুজরাতের তখন দরকার ৯ রান। রায়নাকে তুলে নেন পেরেরা। তখন ৩ বলে ৩ রান দরকার গুজরাতের। রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন ইশান কিষান। শেষ বলে দলকে জয় এনে দেন ফকনার। নিজের জন্ম দিনে দলকে এটাই হয়তো ছিল ফকনারের উপহার।
আরও খবর
আইপিএল-এর নতুন ভেন্যু বিশাখাপত্তনম